ঢাকা, ১৫ মে, ২০২৫
সর্বশেষ:

যুক্তফ্রন্টের প্রথম সমাবেশ আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:১৪, ৮ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী এর নেতৃত্বে সাতক্ষীরায় যুক্তফ্রন্টের প্রথম সমাবেশ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার দুপুর ২টায় জেলার শ্যামনগরের বাস টার্মিনাল চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে যুক্তফ্রন্টের চেয়ারম্যান বদরুদ্দোজ্জা চৌধুরী উপস্থিত থাকবেন। সংশ্লিষ্ট সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, সমাবেশে অংশ নেবেন বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য গোলাম সরোয়ার মিলন, শমসের মবিন চৌধুরী, যুগ্ম-মহাসচিব মাহি বি. চৌধুরী, বিএলডিপি চেয়ারম্যান নাজিম উদ্দীন আল-আজাদ, বাংলাদেশ ন্যাপ’র চেয়ারম্যান জেবেল রহমান গানি।

সমাবেশে বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য এইচ এম গোলাম রেজা সভাপতিত্ব করবেন। জাতীয় পার্টির বহিষ্কৃত এ প্রেসিডিয়াম সদস্য সম্প্রতি বিকল্পধারায় যোগ দেন।

নিউজওয়ান২৪/জেডএস

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত