যা থাকছে ঐক্যফ্রন্টের ইশতেহারে
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
জাতীয় ঐক্যফ্রন্ট আজ নিজেদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করবে। সোমবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় রাজধানীর হোটেল পূর্বাণীতে এ ইশতেহার ঘোষণা দিবে দলটি।
এদিকে সূত্র জানায়, ইশতেহারে সরকারের আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার ঘোষণা দেয়া হতে পারে। যাতে করে সাংবাদিকরা অবাধ স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম নীতি নিশ্চিত করতে পারে। এছাড়াও সরকারের পক্ষ থেকে সাংবাদিকদের সংবাদ পরিবেশনে কোনো হস্তক্ষেপ করা হবে না বলে ইশতেহারে উল্লেখ করা হবে।
এছাড়া জাতীয় ঐক্যফ্রন্ট ক্ষমতায় যাওয়ার প্রথম বছরের মধ্যেই ৫ লাখ যুবকের চাকরির ব্যবস্থা করবে। এছাড়াও শিক্ষিত যুবকদের অফিসে ও অশিক্ষিতদের দক্ষতা পরীক্ষা করে ভাষা ট্রেনিং, শর্ট কোর্স দিয়ে চাকরির জন্য প্রস্তুত করা হবে।
ইশতেহারে আরো উল্লেখ করা হবে, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সাপ্লাই চেইনে যেন মধ্যস্বত্বভোগী না থাকে সেই ব্যপারেও ব্যবস্থা নেয়া হবে। সরাসরি কৃষকের কাছ থেকে পণ্য কেনার ব্যবস্থা করা হবে। বিনোদন কেন্দ্রগুলোর টিকিট ক্রয়ে সিনিয়র সিটিজেনরা (বয়স্ক) ৫০ শতাংশ ছাড় পাবেন।
এছাড়া ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে নিত্যপ্রয়োজনীয় ওষুধের দাম অর্ধেকে নামিয়ে আনা হবে।
মসজিদ-মাদরাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর জন্য আর কোনো সরকারি অনুদান থাকবে না। ধর্মীয় প্রতিষ্ঠানগুলো এলাকাভিত্তিক অর্থ সংগ্রহ করবে। এছাড়াও পরিবারে সম্পত্তি বণ্টনের ক্ষেত্রে ছেলে-মেয়েরা অর্ধেক-অর্ধেক সম্পত্তি পাবে। পরিবারে মেয়ে থাকলে সম্পত্তি চাচাতো ভাইয়েরা পেতো, এই রীতি বাদ দেয়া হবে। মেয়ে থাকলে মেয়েই সম্পত্তি পাবে।
জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর ড. মেহেদী মাসুদ জানান, ইশতেহারে ঐক্যফ্রন্ট ক্ষমতায় গেলে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী কী কী উন্নয়ন করবে তা উল্লেখ করা হয়েছে। ক্ষমতায় গেলে অল্প সময়ের মধ্যে ওষুধের দাম কমানো, কর্মসংস্থান সৃষ্টি, ডিজিটাল নিরাপত্তা আইন বিলুপ্তিসহ নানা উদ্যোগের কথা উল্লেখ করা হয়েছে।
ঐক্যফ্রন্টের এই ইশতেহার প্রস্তুতে ৬ সদস্যের কমিটি করা হয়। কমিটিতে বিএনপি থেকে মাহফুজ উল্লাহ, গণফোরামের আ ও ম শফিক উল্লাহ, নাগরিক ঐক্যের ডা. জাহেদ উর রহমান, জেএসডির শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, কৃষক শ্রমিক জনতা লীগের অধ্যক্ষ ইকবাল সিদ্দিকী এবং ডা. জাফরুল্লাহ চৌধুরী ছিলেন।
প্রসঙ্গত, চলতি বছরের ১৩ অক্টোবর বিএনপিসহ কয়েকটি দল নিয়ে গঠিত হয় ঐক্যফ্রন্ট। দলটি প্রথম দফায় নভেম্বরের শেষ সপ্তাহে এবং ডিসেম্বরের ৮ তারিখে ইশতেহার ঘোষণার কথা বললেও পরে তা করেনি।
নিউজওয়ান২৪/এএস
- কেন ‘উল্টে’ গেলেন এরশাদ
- বিএনপিতে যে পদ পাচ্ছেন তারেক স্ত্রী জোবাইদা
- এরশাদের এ কেমন অসুখ?
- এরশাদের ‘তেলেসমাতি খেইল’
- আসন ভাগাভাগি নিয়ে বিরোধ, বেকায়দায় ঐক্যফ্রন্ট
- বিএনপির মনোনয়ন চিঠি
একই আসনে স্বামী-স্ত্রী! - হঠাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহি
- কে হবেন প্রধানমন্ত্রী?
- ফের সক্রিয় হচ্ছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা?
- ড. কামালের ‘ডাইরেক্ট’ হুমকি
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ড. কামাল
- স্বামী তন্ময়ের সঙ্গে মাঠে স্ত্রী, ভোট চাইলেন নৌকায়! ভিডিও
- এরশাদের মেয়ে মৌসুমীর বিরুদ্ধে মামলা
- যেসব তথ্য গোপন করলেন এরশাদ
- ভিডিও কলে স্ত্রীর সঙ্গে মিলন, কী কথা হয় তাদের? (ভিডিও)

দৃষ্টিপ্রতিবন্ধীদের হাডুডু খেলা
টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের
চন্দ্রগ্রহণের সময় রাসুল (সা.) যে আমল করতেন
রাজধানীর সব বাস চলবে একক কোম্পানিতে