ঢাকা, ০৯ জুলাই, ২০২৫
সর্বশেষ:

মেসি ছাড়া সামনে কী হবে আর্জেন্টিনার!

খেলা ডেস্ক

প্রকাশিত: ১৩:৪২, ১২ অক্টোবর ২০১৬   আপডেট: ১৭:১৩, ১৫ অক্টোবর ২০১৬

উদযাপনের দৃশ্যই বলে দিচ্ছে আর্জেন্টিনা কতোটা হতাশ আর প্যারাগুয়ে কতোটা উজ্জীবিত

উদযাপনের দৃশ্যই বলে দিচ্ছে আর্জেন্টিনা কতোটা হতাশ আর প্যারাগুয়ে কতোটা উজ্জীবিত

গত বিশ্বকাপের ব্যর্থতার পর সর্বশেষ কোপা আমেরিকাতেও ব্যর্থ। এরপর জাতীয় দলে খেলা তো ছেড়েই দিতে চেয়েছিলেন ‘ভিনগ্রহের খেলোয়াড়’ তকমাধারী দুনিয়অ কাঁপানো ফুটবলার মেসি। তবে অনেক বলে কয়ে তাকে দেলে ফেরানো হয়েছে। অবশ্য তাকে দলে ফেরানোর বিপক্ষেও কেউ কেউ ছিলেন। তাদের মত ছিল- কী এমন হয় এক মেসি না থাকলে?

কিন্তু সেই মেসি খেলতে না পারায় রুশ বিশ্বকাপের বাছাই পর্বে পর পর দুই ম্যাচ ড্রয়ের পর এবার হেরেই বসেছে ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষ র‌্যাঙ্ককধারী দলটি। সেই হারও হয়েছে জার্মানি-বেলজিয়াম-ব্রাজিল টাইপ দলের কাছে না- তারা হেরেছে দুর্বল প্রতিপক্ষ প্যারাগুয়ের কাছে। তাও নিজেদের মাঠে।

এমন অবস্থায় কেউ কেউ প্রশ্ন তুলতেই পারেন- মেসি বিহনে কী হবে আর্জেন্টাইন ফুটবলের নিকট ভবিষ্যৎ!

আর্জেন্টিনার করদোবা শহরের মারিও কেম্পেস স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার ভোরে শুরু হওয়া ম্যাচে স্বাগতিকদের সঙ্গে সমানে সমান পাল্লা দিয়েই খেলতে থাকে প্যারাগুইয়ানরা। তবে অতিথিরা ছিল বেশ উজ্জীবিত।

এ সূত্রে বুধবারের ম্যাচে একধরনের সাদৃশ্য-বৈসাদৃশ্য প্রকাশ পেয়েছে দুদলের পারফর্মেন্সে। এর আগের দুই ম্যাচে কলম্বিয়া ও উরুগুয়ের কাছে পর পর হেরেছিল প্যারাগুয়ে। তৃতীয় ম্যাচে এসে আর্জেন্টিনার মতো দলকে ধরাশায়ী করলো তারা। পক্ষান্তরে আগের দুই ম্যাচে দুর্বল ভেনেজুয়োলা ও পেরুর সঙ্গে ড্র করে গত বিশ্বকাপ ও কোপা রানার আপ আর্জেন্টিনা। দুটি দলের সঙ্গেই ২-২ গোলে খেলা শেষ করে তারা। কিন্তু তৃতীয় ম্যাচে আরেক দুর্বল দল প্যারাগুয়ের কাছে একেবারে হেরেই মাঠ ছাড়লো তারা।

একটি পাল্টা আক্রমণে সৃষ্ট সুযোগে এগিয়ে যায় প্যারাগুয়ে। অষ্টাদশ মিনিটে প্যারাগুয়ের দেরলিস গনসালেস মাঝ মাঠ থেকে আনহেল রেমেরোর দুর্দান্ত পাস ধরে ডান দিক থেকে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শট নেন। রুশ ক্লাব দিনামো কিয়েভে খেলা ফরোয়ার্ড গনসালেসের শট আর্জেন্টাইন গোলরক্ষক সের্হিও রোমেরো হাতের নাগালে পেয়েওছিলেন।কিন্তু তার পক্ষে সম্ভব হয়নি সেই বলকে গোলে পরিণত হওয়া থেকে ঠেকাতে।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই প্যারাগুয়ের পাওলো দা সিলভার হ্যান্ডবলের জন্য পেনাল্টি পায় আর্জেন্টিনা। কিন্তু আগুয়েরোর দুর্বল কিক বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে সহজেই ঠেকিয়ে দেন গোলরক্ষক হুসতো ভিয়ার। সমতায় ফেরার সুবর্ণতম সুযোগটি হারায় আর্জেন্টিনা। এরপর বেশ কয়েকবারই সুযোগ তৈরি হয়েছিল- কিন্তু তাকে গোলে পরিণত করতে পারেনি কেউ। তবে এর বিপক্ষে প্যারাগুয়ের গোলরক্ষক হুসতো ভিয়ারভূমিকাও কম ছিল না। ৩৯ বছর বয়সী এই গোল-দ্বাররক্ষী অসাধারণ দক্ষতায় বার বার রক্ষা করেছেন দলকে- বলা যায় সমতা ফেরাতে দেননি আর্জেন্টিনাকে এবং শেষে হারতে বাধ্য করেছেন।

প্যারাগুয়ের কাছে ১-০ গোলের এই হারে রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে কঠিন চাপেই পড়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই হারের ফলে বিশ্বকাপ বাছাইয়ে এখন দক্ষিণ আমেরিকা অঞ্চলে পঞ্চম স্থানে আছে মেসির দল। এখান থেকে প্রথম ৪টি দল সরাসরি খেলবে ২০১৮ সালের বিশ্বকাপে।

উল্লেখ্য, বিশ্বকাপ বাছাইপর্বে এই প্রথম আর্জেন্টিনার মাটিতে জয় পেল প্যারাগুয়ে। সের্হিও আগুয়েরোর পেনাল্টি থেকে গোল করতে না পারার ব্যর্থতায় পুরো ৩ পয়েন্ট পিছিয়ে গেল দলটি। বাছাইপর্বের প্রথম দেখায় প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনে দুই দলের ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল।

প্রসঙ্গত, বাছাইপর্বে আর্জেন্টিার এখন পর্যন্ত হওয়া ১০ ম্যাচের মধ্যে মেসির খেলা তিনটি ম্যাচেই জয়ের মুখ দেখেছে তারা। বার্সা তারকা এই ফরোয়ার্ডকে ছাড়া খেলতে নেমে বাকি সাত ম্যাচে কেবল একটি জয় পায় ম্যারাডোনার দেশ।

তবে বাছাইপর্বে বাকি আছে আরও আট ম্যাচ। রুশ বিশ্বকাপে খেলতে হলে সেসব ম্যাচে মনোযোগী হতে হবে মেসিদের।

নিউজওয়ান২৪.কম/এসএল

খেলা বিভাগের সর্বাধিক পঠিত