মুক্তিযোদ্ধা আর কয়েদির চিকিৎসার তুলনা দুঃখজনক
নিজস্ব প্রতিবেদক

ফাইল ছবি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রসঙ্গ তুলে দলটির (আওয়ামী লীগ) যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, একজন মুক্তিযোদ্ধা আর জেলখানার কয়েদির চিকিৎসার তুলনা দুঃখজনক।
বুধবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, খালেদা জিয়া জেলখানার কয়েদি। ওবায়দুল কাদের একজন বীর মুক্তিযোদ্ধা। একজন মুক্তিযোদ্ধা আর জেলখানার কয়েদির চিকিৎসার তুলনা দুঃখজনক।
হানিফ বলেন, আসলে বিএনপি নামক কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব নেই। মিডিয়ায় টিকে থাকতে তারা মাঝে মাঝে কর্মসূচি দেয়।
ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা নিয়ে তিনি জানান, আগের চেয়ে অনেক ভালো আছেন তিনি। তার সবগুলো অর্গান কাজ করছে। কিডনির চিকিৎসা শেষে তার বাইপাস সার্জারি করা হবে। আশা করা হচ্ছে, ২/১ সপ্তাহের মধ্যে তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের আরেক যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।
নিউজওয়ান২৪/ইরু
- কেন ‘উল্টে’ গেলেন এরশাদ
- বিএনপিতে যে পদ পাচ্ছেন তারেক স্ত্রী জোবাইদা
- এরশাদের এ কেমন অসুখ?
- এরশাদের ‘তেলেসমাতি খেইল’
- আসন ভাগাভাগি নিয়ে বিরোধ, বেকায়দায় ঐক্যফ্রন্ট
- বিএনপির মনোনয়ন চিঠি
একই আসনে স্বামী-স্ত্রী! - হঠাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহি
- কে হবেন প্রধানমন্ত্রী?
- ফের সক্রিয় হচ্ছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা?
- ড. কামালের ‘ডাইরেক্ট’ হুমকি
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ড. কামাল
- এরশাদের মেয়ে মৌসুমীর বিরুদ্ধে মামলা
- স্বামী তন্ময়ের সঙ্গে মাঠে স্ত্রী, ভোট চাইলেন নৌকায়! ভিডিও
- যেসব তথ্য গোপন করলেন এরশাদ
- ভিডিও কলে স্ত্রীর সঙ্গে মিলন, কী কথা হয় তাদের? (ভিডিও)