ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

মালিঙ্গাকে জয় উপহার দিল টাইগাররা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩:৩১, ২৬ জুলাই ২০১৯  

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচের দৃশ্য (ছবি: সংগৃহীত)

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচের দৃশ্য (ছবি: সংগৃহীত)

স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ।

শ্রীলঙ্কার ৩১৪ রানের জবাবে ২২৩ রানেই গুটিয়ে যায় টাইগাররা। ফলে ৯১ রানের হার দিয়ে সিরিজ শুরু করল মাশরাফি-সাকিব বিহীন বাংলাদেশ।

এবং বিদায়ী ম্যাচে লংকার মালিঙ্গাকে জয় উপহার দিল বাংলাদেশের টাইগাররা।

ইনিংসের প্রথম ওভারেই মালিঙ্গার বলে আউট হয়ে দলকে বিপদে ফেলে প্যাভিলিয়নের পথ ধরেন তামিম ইকবাল। শূন্য রান করে আউট হন তিনি। এরপর সৌম্য, মিথুন ও মাহমুদউল্লাহও অধিনায়কের সঙ্গী হলে ৩৯ রানেই চার উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। 

এরপর দলের হাল ধরেন মুশফিকুর রহীম ও সাব্বির রহমান। এ দুই জন মিলে গড়ে তুলেন ১১১ রানের জুটি। ১৫০ রানে আউট হন সাব্বির। তিনি করেন ৬০ রান।

সাব্বির আউট হওয়ার পর আবারো বিপর্যয়ে পরে বাংলাদেশ। এরপর আবারো তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে টাইগারদের ব্যাটিং।  দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন মুশফিক। বিদায়ী ম্যাচে দুই উইকেট তুলে নেন মালিঙ্গা। 

এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। কুশল পেরেরার শতকে ৩১৪ রানের বিশাল সংগ্রহ পায় স্বাগতিকরা। বাংলাদেশের হয়ে শফিউল ৩ ও মুস্তাফিজ দুই উইকেট শিকার করেন। 

এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। কুশল পেরেরার শতকে ৩১৪ রানের বিশাল সংগ্রহ পায় স্বাগতিকরা।

নিউজওয়ান২৪.কম/আ.রাফি

খেলা বিভাগের সর্বাধিক পঠিত