ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

মানুষের জ্ঞানের বাইরে যে বিষয়গুলো

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:৫০, ২৭ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

 

মানুষ মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালার সৃষ্টিকূলের শ্রেষ্ঠ জীব। মানুষকে তিনি দান করেছেন জ্ঞান। দিয়েছেন স্বাধীনভাবে চিন্তা করার শক্তি। 

তবে এমন পাঁচটি বিষয় রয়েছে যেগুলো সম্পর্কে মানুষকে জানার সুযোগ তিনি দেননি। এর পেছনে অবশ্যই কোনো যৌক্তিক কারণ রয়েছে। বিশেষ কল্যাণ রয়েছে।

পবিত্র কোরআনের সূরা লুকমানে ইরশাদ হয়েছে,
 
إِنَّ اللَّهَ عِندَهُ عِلْمُ السَّاعَةِ وَيُنَزِّلُ الْغَيْثَ وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ وَمَا تَدْرِي نَفْسٌ مَّاذَا تَكْسِبُ غَدًا وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ    

‘নিশ্চয়ই আল্লাহর নিকট কিয়ামতের জ্ঞান রয়েছে। আর তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং মাতৃগর্ভে যা আছে তা তিনি জানেন। আর কেউ জানেনা আগামিকাল সে কী অর্জন করবে এবং কেউ জানেনা কোন স্থানে সে মারা যাবে। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সম্যক অবহিত।’ (আয়াত: ৩৪)

উক্ত আয়াত থেকে বুঝা যায়, পাঁচ জিনিসের ইলম (জ্ঞান) কাউকে দেয়া হয়নি। যথাঃ

(১) কিয়ামত কবে হবে?

(২) বৃষ্টি কখন হবে?

(৩) মাতৃগর্ভে কী আছে?

(৪) পরবর্তী দিন তার রিজিকে কী আসবে?

(৫) মানুষের মৃত্যু কখন-কোথায় কীভাবে হবে?

অবশ্য বিজ্ঞানের অগ্রগতির এই যুগে মানুষ এসবের ক্ষেত্রে অনেক পারদর্শিতা দেখালেও মৌলিকভাবে আজও কেউ এসব ব্যাপারে নিশ্চিত হয়ে কিছু বলতে সক্ষম নন। 

যারা এগুলো নিয়ে অহেতুক বিতর্কে জড়ায় তারা মূলত মহান আল্লাহ পাকের ঘোষণাকে চ্যালেঞ্জ করে। কুফরি করে ঈমান থেকে বিচ্যুত হয়ে যায়।

নিউজওয়ান২৪/আরএডব্লিউ