ঢাকা, ২৮ মার্চ, ২০২৪
সর্বশেষ:

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে চাকরি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:৩০, ২৫ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

 

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা পরিচালিত নগর ভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্প( ২য় পর‌্যায়) শীর্ষক প্রকল্পের নিম্নবর্ণিত শূন্য পদসমূহে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে( মেয়াদ- জুন, ২০২০) নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পদের নাম ও বেতন:

১. ট্রেড প্রশিক্ষক- ১ জন

(সাবান-মোমবাতি ও শোপিস তৈরি)

বেতন: ১৮৩০০ টাকা

২. ট্রেড প্রশিক্ষক- ১ জন

(ব্লক-বাটিক ও স্ক্রিন প্রিন্ট)

বেতন: ১৮৩০০ টাকা

৩. ট্রেড প্রশিক্ষক- ১ জন

(নকশি কাঁথা ও কাটিং)

বেতন: ১৮৩০০ টাকা

৪. সহকারী ট্রেড প্রশিক্ষক- ২ জন

(ব্লক-বাটিক ও স্ক্রিন প্রিন্ট)

বেতন: ১৭,০৪৫ টাকা

বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।

আবেদনের শেষসীমা: ১৫ নভেম্বর, ২০১৮

নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। প্রকল্পের ওয়েবসাইটে(www.ubmwdp,gov.bd) এ আবেদন ফরম পাওয়া যাবে।

আবেদন প্রক্রিয়াসহ বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে...

নিউজওয়ান২৪/আরএডব্লিউ