ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

ভারতের সুব্রত কাপ জিতে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হলো বিকেএসপির মেয়েরা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০০:২২, ৭ সেপ্টেম্বর ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

টানা তৃতীয়বার ভারতের সুব্রত কাপ জিতে হ্যাটট্রিক করল বিকেএসপি। দিল্লির স্কুলভিত্তিক ফুটবল টুর্নামেন্টে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের এই ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) দিল্লির আম্বেদকর স্টেডিয়ামে ফাইনালে বিকেএসপি অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল ৪-০ গোলে হারিয়েছে ভারতের মণিপুর নীলমণি ইংলিশ স্কুলকে। বিকেএসপির আকলিমা আক্তার হ্যাটট্রিক করেছেন, অন্য গোলটি স্বপ্না রানীর।

পুরো টুর্নামেন্টেই আধিপত্য দেখিয়েছে বিকেএসপির মেয়েরা। শুক্রবারও এর ব্যতিক্রম হয়নি। ম্যাচের পঞ্চম মিনিটে প্রথমে গোল করে বিকেএসপিকে এগিয়ে নেন আকলিমা। এরপর ১৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সেই আকলিমাই। দ্বিতীয়ার্ধে খেলায় ফেরার চেষ্টা করেও পারেনি মণিপুরের স্কুলের মেয়েরা। উল্টো দ্বিতীয়ার্ধে খেয়েছে আরো দুই গোল!

৫৫ মিনিটে স্বপ্না রানী করেন স্কোর ৩-০। এরপর ৫৮ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন আকলিমা। ট্রফির পাশাপাশি ৪ লাখ ভারতীয় রুপি জিতেছে চ্যাম্পিয়ন বিকেএসপি। টুর্নামেন্টে সেরা কোচের পুরস্কার নিয়েছেন বিকেএসপির জয়া চাকমা। সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতে নিয়েছে বিকেএসপির আফিয়েদা খন্দকার ও সুরুধানু কিশকু ( টুর্নামেন্ট সেরা গোলরক্ষক)।

নিউজওয়ান২৪.কম/এমজেড

খেলা বিভাগের সর্বাধিক পঠিত