ঢাকা, ১৮ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

বড় লিডের ইঙ্গিত দিয়ে টাইগারদের দিন পার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৫, ২৭ ফেব্রুয়ারি ২০২১  

বড় লিডের ইঙ্গিত দিয়ে টাইগারদের দিন পার

বড় লিডের ইঙ্গিত দিয়ে টাইগারদের দিন পার

আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে প্রথম দিনের খেলায় বড় লিডের ইঙ্গিত দিয়ে শেষ করেছে বাংলাদেশ ইমার্জিং দল। যদিও একমাত্র চারদিনের ম্যাচের প্রথম দিনের খেলা শেষে এখনো ৭০ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে দেখে শুনেই বাংলাদেশের বোলারদের সামলাচ্ছিলো সফরকারী দল। তবে ৩৪ রানে প্রথম উইকেটের পতন ঘটলে খেই হারায় তারা। আইরিশদের জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে গড়া দলটির পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন কার্টিস ক্যামফার। 

এছাড়া আর কারো রান ২৫ পার হতে পারেনি। ২০ রান আসে লরকান টাকারের ব্যাট থেকে। এছাড়া জেমস ম্যাককলাম ১৯, স্টিফেন ডোহেনি ১৪, পিটার চেজ অপরাজিত ১৪ ও জেরেমি ললোর ১৩ রান করেন।

তানভির ইসলামের বাঁহাতি স্পিনে দিশেহারা আয়ারল্যান্ডকে ভুগিয়েছেন সাইফ হাসানও, শিকার করেছেন দুটি উইকেট। পেসাররাও ভালো করেছেন। টেস্ট দলে খেলা এবাদত হোসেন দুটি ও খালেদ আহমেদ একটি উইকেট শিকার করেন।

জবাবে খেলতে নেমে বাংলাদেশ ইমার্জিং দলকে ভালো শুরু এনে দেন তানজিদ হাসান তামিম। ঝড়ো শুরুর পর দেখেশুনে খেলতে গিয়ে অবশ্য উইকেট বিলিয়ে দিয়ে আসেন। ৮টি চার হাঁকানো তামিম ৩৯ বলে ৪১ রান করে বিদায় নিলে দিনের বাকিটা দেখেশুনেই খেলে যান আরেক ওপেনার সাইফ হাসান ও ওয়ান ডাউনে নামা মাহমুদুল হাসান জয়।

দিনশেষে ১ উইকেট হারিয়ে ৮১ রান নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিকরা। সাইফ ৭২ বলে ২২ ও জয় ২৭ বলে ১৮ রান করে অপরাজিত রয়েছেন।

খেলা বিভাগের সর্বাধিক পঠিত