বোর্ড সভাপতিকে ‘বড় গর্দভ’ বলে দলের বাইরে ব্রাভো!
স্পোর্টস ডেস্ক

সোমবার থেকে জিম্বাবুয়ের হারাতেতে শুরু হতে যাওয়া ত্রি-দেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে ড্যারেন ব্রাভোকে। ধারণা করা হচ্ছে, বোর্ড সভাপতির বিষয়ে টুইটারে অশোভন মন্তব্য করার দায়ে তাকে এই ‘শাস্তি’ দেওয়া হয়েছে। তার বদলে ১৫ সদস্যের স্কোয়াডে নেওয়া হয়েছে জ্যাসন মোহাম্মেদকে।
সম্প্রতি টুইটারে এক মন্তব্যে ব্রাভো বলেন, তাকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড কখনো ‘এ’ ক্যাটাগরির কন্ট্রাক্টে রাখেনি।
ব্রাভো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ডেভ ক্যামেরনকে ‘বড় গর্দভ’ বলেও ইঙ্গিত করেন। এ মন্তব্যের পরদিনই তাকে দল থেকে বাদ দেওয়া হয়।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ব্রাভোর মন্তব্যকে ‘অগ্রহণযোগ্য’ বলেছে।
স্পোর্টম্যাক্স নামে ক্যারিবীয় টিভি নেটওয়ার্কে এক সাক্ষাৎকারে ক্যামেরন বলেন- ক্রমহ্রাসমান ব্যাটিং গড়ের কারণে ব্রাভোকে ‘সি’ ক্যাটগরির খেলোয়াড়দের সারিতে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, গত দুই বছর ধরে তার রান গড় পড়তির দিকে। এ অবস্থায় আপনার কী করা উচিৎ? দুর্বল পারফর্মেন্সের জন্য তাকে পুরস্কৃত করবেন নাকি তার মানোন্নয়নে উৎসাহ যোগাবেন?
জবাবে ড্যারেন ব্রাভো বলেন, আপনি ব্যর্থ হচ্ছেন গত চার বছর ধরে। কেন আপনি পদত্যাগ করছেন না! আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি, হে বিশাল নির্বোধ- আমাকে কখনোই দলের ‘এ’ ক্যাটগরির কন্ট্রাক্টে রাখা হয়নি।
সম্প্রতি আরব আমিরাতে অনুষ্ঠিত পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজে দেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ব্রাভো। তবে এর আগে ভারতের বিরুদ্ধে স্বদেশে অনুষ্ঠিত টেস্ট সিরিজে নিজের ফর্ম নিয়ে বেশ ভুগতে হয়েছে তাকে। এতে ৭ ইনিংসে তার মোট রান ছিল ১৩৯।
হারারের ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ বাদে অপর দলটি হচ্ছে শ্রীলঙ্কা। ক্রিকেটকান্ট্রি.কম, ইএসপিএনক্রিকইনফো.কম, ফক্সস্পোর্টস
নিউজওয়ান২৪.কম/আরকে
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল