ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৫
সর্বশেষ:
টানা পাঁচদিন বৃষ্টির আভাস মুসলিম বিশ্বকে ‘ন্যাটো-ধাঁচের’ নিরাপত্তা কাঠামো গঠনের প্রস্তাব তিস্তা প্রকল্প বাস্তবায়নে কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন

বেগম জিয়ার মুক্তির আবেদন করলে বিবেচনা করা হবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৭, ৯ এপ্রিল ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

পেরোলে মুক্তি নিয়ে বেগম জিয়ার পক্ষ থেকে আবেদন করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা বিবেচনা করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

সোমবার বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সভায় এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, বিএনপি নেতারা তাদের নেত্রীর চিকিৎসা নিয়ে রাজনীতি করছেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য বিএনপির মূল লক্ষ্য নয়, বিএনপি চায় তার চিকিৎসা বিষয়ে রাজনীতি করতে।

বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আবেদন করা হলে সরকার তা বিবেচনা করবে। অন্যথায় আইনি প্রক্রিয়ার মাঝ দিয়ে যেতে হবে। কোনরকম আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করা সম্ভব নয়।
 

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত