ঢাকা, ২৯ মার্চ, ২০২৪
সর্বশেষ:

বিপিএল মাতাতে এলেন এবি ডি ভিলিয়ার্স

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪০, ১৮ জানুয়ারি ২০১৯  

বিপিএলে খেলতে সিলেটে পৌঁছেছেন এবি ডি ভিলিয়ার্স (ফাইল ছবি)

বিপিএলে খেলতে সিলেটে পৌঁছেছেন এবি ডি ভিলিয়ার্স (ফাইল ছবি)

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবারের মতো অংশ নিতে বাংলাদেশে পা রেখেছেন এবি ডি ভিলিয়ার্স। বৃহস্পতিবার সকালে রংপুর রাইডার্সের সঙ্গে যোগ দিতে সিলেটে পৌঁছান তিনি।

বিপিএলের প্রথমবারের মতো খেলতে আসবেন ডি ভিলিয়ার্স এটা সবারই জানা। তবে ঠিক কবে নাগাদ তিনি আসবেন তা নিয়ে ছিল সংশয়। শুরুতে ১৫ জানুয়ারি তার আসার কথা থাকলেও শেষ পর্যন্ত তা পিছিয়ে যায় ১৭ জানুয়ারিতে। অবশেষে সব সংশয় কাটিয়ে আজ এলো সেই মাহেন্দ্রক্ষণ।

বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন দল রংপুর রাইডার্স। এবারও মাশরাফী বিন মোর্ত্তজার অধীনে শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নেমেছে দলটি। তবে প্রথম ছয় ম্যাচ শেষে চলমান আসরে মোটেও স্বস্তিতে নেই দলটি। কারণ টানা হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে দলটি।

৬ ম্যাচে মাত্র ২ জয়ে পয়েন্ট তালিকার পঞ্চমস্থানে রয়েছে দলটির। এমতাবস্থায় প্রোটিয়া এ ক্রিকেটারের দলে অন্তর্ভুক্তি নিঃসন্দেহে বাড়তি আত্মবিশ্বাসের প্রেরণা হয়ে কাজ করবে দলটির জন্য।

এবারের আসরে নিজেদের পরবর্তী ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে মাঠে নামবে রংপুর। ধারণা করা হচ্ছে সিলেটের ঘরের মাঠে তাদের বিপক্ষের ম্যাচ দিয়েই বিপিএলে অভিষেক হবে ডি ভিলিয়ার্সের।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ডি ভিলিয়ার্স ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেটে বেশ সফল। এখনো পর্যন্ত ২৬১টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়েছেন তিনি। যেখান থেকে ১৪৮.৪৪ স্ট্রাইক রেটে ৬৯৩১ রান সংগ্রহ করেছেন তিনি। ৪৭টি অর্ধশতকের পাশাপাশি তার নামের পাশে রয়েছে ৩টি শতকের ইনিংসও।

বিপিএলের ষষ্ঠ আসরের জন্য রংপুর রাইডার্স স্কোয়াড-

দেশি: মাশরাফী বিন মোর্ত্তজা (আইকন), নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, শফিউল ইসলাম, সোহাগ গাজী, ফরহাদ রেজা, মেহেদি মারুফ, ফারদিন হোসেন এনি, নাহিদুল ইসলাম, আবুল হাসান রাজু ও নাদিফ চৌধুরী।

বিদেশি: ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস, রবি বোপারা, রিলে রুশো, বেনি হাওয়েল, শেলডন কটরেল ও শেন উইলিয়ামস।

নিউজওয়ান২৪/আরাফি

খেলা বিভাগের সর্বাধিক পঠিত