বিপিএল ফাইনাল: মুখোমুখি টাইগার সাকিব আর ক্যালিপসো স্যামি
স্টাফ রিপোর্টার

সাকিব-স্যামি -ফাইল ফটো
এখন পর্যন্ত কোনো বিদেশি অধিনায়কের হাতে ওঠেনি বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) শিরোপা। তবে এই ওয়েস্ট ইন্ডিয়ান এবার হয়তো সেই ধারবাহিকতায় ছেদ টানতে পারেন আজ।
এবারের বিপিএলে দলনেতা রাজশাহী কিংসের হিসেবে এবং নিজের ব্যক্তিগত পারফর্মেন্সে লা-জওয়াব পারফর্মেন্সে দেখাচ্ছেন স্যামি। তার ক্যালিপসো ক্রিকেটীয় সুর খেলার ভেতরে এবং বাইরে মোহাবিষ্ট করে রেখেছে দলকে- যার অমোঘ লক্ষ্য একটাই, শিরোপা জয়।
এখন পর্যন্ত ২৩০টি টি-টোয়িন্ট খেলার অভিজ্ঞতা সমৃদ্ধ স্যামি এলিমিনেটর রাইন্ডের প্রায় হেরে যাওয়া ম্যাচে অপরাজিত ৫৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে চিটাগং ভাইকিংসকে একাই বিদায় করে দেন তিনি। একইভাবে খুলনা টাইটানসের বিপক্ষে অপরাজিত ৭১ কিংবা রংপুর রাইডার্সের বিরুদ্ধে অপরাজিত ৪৪ রানের দুটি ইনিংসও বিশেষ স্মরণীয়।
তিন অপরাজিত ইনিংসে দেখিয়েছেন টি-টোয়েন্টির রং-রূপের পুরোটাই। স্যামির সাহচর্য যেন টিমমেটদের জন্য এক দারুণ সঞ্জীবনী টনিক।
তাহলে কি আজ (শুক্রবার) বিপিএল ফাইনালে ওয়েস্ট ইন্ডিয়ান স্যামি বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসকে টেক্কা দিয়ে হাতে তুলে নেবেন শিরোপা! এই প্রশ্ন এখন ক্রিকেটপাগল সবার মনে।
দুই অধিনায়কের অধিনায়কত্ব কিন্তু অসাধারণ ছিল টুর্নামেন্ট জুড়ে। তারা বারবার দলকে টেনে তুলেছেন প্রায় খাদের কিনারা থেকে। কিছু কিছু মুহূর্তে সাকিবের ক্রিকেটীয় জ্ঞান আর অধিনায়ত্ব ছিল তুলনাহীন। তবে এবারের টুর্নামেন্টে ব্যক্তিগত পারফর্মেন্সে কিন্তু এগিয়ে স্যামি।
সাকিব এই টুর্নামেন্টে ম্যাচ খেলেছেন ১৩টি আর মোট রান করেছেন ২১৪ যার মধ্যে সর্বোচ্চা স্কোর হচ্ছে ৪১। আর স্যামি খেলেছেন ১৪ টি ম্যাচ, মোট রান ২৭০, সর্বোচ্চ ইনিংস ৭১ রানের। তবে একটি দিকে এগিয়ে সাকিব, তিনি উইকেট নিয়েছেন ১১টি আর স্যামি নিয়েছেন ৫টি।
আজকের ম্যাচ সম্পর্কে দুবার টি-টোয়েন্ট বিশ্বকাপজয়ী অধিনায়ক স্যামি বলেন- এটা শুধু আরেকটা ম্যাচ। তবে অবশ্যই বড় ম্যাচ। আপনারা নিশ্চয়ই জানেন, টি-টোয়েন্টির ফাইনালের অভিজ্ঞতা আমার খুব একটা খারাপ নয়। আশা করি, এবারও পারবো। ভালো একটা উদযাপন হবে।
অপরিদেক, আইপিএল-সিপিএলে শিরোপা জেতা দলের সদস্য এবং একাধিকবার ক্রিকেটের তিন ফরম্যােটই বিশ্বেসরা অলরাউন্ডারের খেতাব জেতা সাকিব আগ্ই বলে রেখেছেন- চ্যাম্পিয়ন হওয়া ছাড়া আমার আর কোনো লক্ষ্য নেই।
তাহলে আজ রাতে খেলা শেষে কি হতে যাচ্ছে বিনা ক্যামেরায় প্রতীকি গ্রুপ সেলফি তোলার ক্যারিবীয় উদযাপন। প্রসঙ্গত, ঘটনাক্রমে রাজশাহীতে ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটারের সংখ্যাই বেশি। এটাও ক্যাপ্টেন স্যামির জন্য বড় একটা সুবিধা- বিশেষ করে দল পরিচালনা এবং কঠিন পরিস্থিতি মোকাবেলায়। নাকি বাঁহাতি অলরাউন্ডার সাকিবের দলের বিজয়গাথা লেখা হবে আজ!
কারণ, স্যামির সব ক্রিয়া-কৌশল থমকে দাঁড়াতে পারে বিশ্বের সেরা অলরাউন্ডারদের অন্যতম সাকিব আল হাসানের চমৎকারিত্বের সামনে। তার স্পিনযাদু আর বেপরোয়া ব্যাটিং সব হিসেবে উল্টেও দিতে পার। কারণ, অতি চতুর আর বেপরোয়া এই স্পিন-অল রাউন্ডারও অধিনায়ক হিসেবে এখনো জেতেননি কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। তাই তার তৃষ্ণাটা অনেক প্রকট। আজ সন্ধ্যায় সম্ভবত সাকিব তার জীবনের অন্যতম সেরা পারফর্মেন্সটা দিতে যাচ্ছেন। সঙ্গে আছেন টুর্নামেন্ট সেরা সব পারফর্মাররা।
মোট কথা টাইগার সাকিব আর ক্যালিপসো স্যামি- এই দুই কাপ্তানের দ্বৈরথে তুখোর এক লড়াই দেখার অপেক্ষায় রয়েছে পুরো ক্রিকেট জগৎ।
নিউজওয়ান২৪.কম/আরকে
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল