ঢাকা, ২০ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

বিদেশি মিশনে বিএনপি-জামাত দেশবিরোধী চক্রান্তের বিবরণ দিন: আনিসুল

ডেনমার্ক সংবাদদাতা

প্রকাশিত: ১১:৫৭, ৮ জুন ২০১৬  

কোপেনহেগেন: ডেনমার্ক সফররত ঢাকা সিটি (উত্তর) মেয়র আনিসুল হকের সঙ্গে ডেনমার্ক আওয়ামী লীগের প্রতিনিধিদলের এক সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে।

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের রেডিসন স্কেন্দিক হোটেলে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে মেয়র আনিসুল হক ডেনমার্ক প্রবাসী বাংলাদেশিদের খোঁজখবর নেন।

উল্লেখ্য, কোপেনহেগেনে গত ৬ ও ৭জুন আন্তর্জাতিক সিটি মেয়রদের সম্মেলন উপলক্ষে ডিএনসিসি মেয়র আনিসুল হক কোপেনহেগেন আসেন।

সৌজন্য সাক্ষাতে ডেনমার্ক আওয়ামীলীগকে বাংলাদেশ সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের আরও বেশি প্রচার এবং বিদেশি পররাষ্ট্র মিশনে বিএনপি-জামায়াত জোটের দেশ বিরোধী চক্রান্তের বিবরণ সংবলিত স্মারকলিপি প্রদান করার পরামর্শ দেন।

ডেনমার্ক আওয়ামী লীগের পক্ষ থেকে সভাপতি মোহাম্মদ আলী মোল্লা লিংকন ও সাধারণ সম্পাদক ড. বিদ্যুত বড়ুয়া মেয়র আনিসুল হকের সামনে ডেনমার্ক আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরেন। এসময় আনিসুল হক প্রতিনিধিদলকে দেশের সার্বিক উন্নয়নে মতামত প্রদান করতে অনুরোধ জানান।

তিনি বলেন, আপনারাই দেশের প্রতিনিধিত্ব করেন বিদেশে, আপনাদের মাধ্যমে বিদেশিদের দেশ সম্পর্কে ধারণা হয়। সুতরাং আমাদের সবাইকে প্রবাসে দেশের ভাবমূর্তি রক্ষায় সজাগ থাকতে হবে।

প্রতিনিধি দলে ছিলেন ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী মোল্লা লিংকন, সাধারণ সম্পাদক ড. বিদ্যুত বড়ুয়া, সহসভাপতি আনম আরিফ খালেক, ইকবাল হোসেন মিঠু, সাংগঠনিক সম্পাদক মোতালেব ভূঁইয়া, দপ্তর সম্পাদক হিল্লোল বড়ুয়া, পরিবেশ সম্পাদক ফাহমিদ আল মাহিদ, সদস্য মাহফুজুর রহমান ও মাসুদ চৌধুরী। এসময় মেয়র আনিসুল হকের পিএস আকম মিজানুর রহমানও উপস্থিত ছিলেন।

নিউজওয়ান২৪.কম/এআর

প্রবাসী দুনিয়া বিভাগের সর্বাধিক পঠিত