ঢাকা, ১৫ মে, ২০২৫
সর্বশেষ:

বিকেলে ইসির সঙ্গে আ.লীগের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৬, ৭ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি


আওয়ামী লীগের নির্বাচনী পরিচলনা কমিটির কো চেয়ারম্যান এইচ টি ইামামের নেতৃত্বে নির্বাচন কমিশন সচিবালয়ে যাবেন দলটির ১৭ সদস্যের একটি প্রতিনিধিদল। বুধবার বিকেলে এই প্রতিনিধি দল নির্বাচন কমিশনে আলোচনায় বসবে।

এইচটি ইমামের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও থাকবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য রাশিদুল আলম, সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী নওফেল, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ,  বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য এস এম কামাল হোসেন, রিয়াজুল কবীর কাওছার, গোলাম রাব্বানী চিনু, মারুফা আক্তার পপি, কেন্দ্রীয় নেতা তানভীর ইমাম, ফজিলাতুন্নেছা বাপ্পী, এনামুল হক চৌধুরী, সেলিম মাহমুদ এবং মুস্তাফিজুর রহমান বাবলা।

উল্লেখ্য, আসন্ন জাতীয় একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন পরিচালনা প্রস্তুতি হিসেবে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন পরিচালনা করতে ৩৩ সদস্য বিশিষ্ট একটি কোর কমিটি করে আওয়ামী লীগ।

নিউজওয়ান২৪/এমএম

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত