ঢাকা, ১৫ মে, ২০২৫
সর্বশেষ:

বিকল্পধারায় শমসের মবিনসহ তিনজনের যোগদান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২১, ২৬ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

বিএনপির রাজনীতি থেকে পদত্যাগ করার তিন বছর পর হঠাৎ রাজনীতিতে সক্রিয় হওয়ার ইঙ্গিত দিয়ে আবারো বিকল্পধারায় যোগ দিয়েছেন বিএনপির একসময়ের গুরুত্বপূর্ণ নেতা শমসের মবিন চৌধুরী।

তার সঙ্গে বিকল্পধারার ঘরে গেলেন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এমন আরো দুজন। তারা হলেন- ছাত্রদলের প্রথম নির্বাচিত সভাপতি গোলাম সারোয়ার ও ইঞ্জিনিয়ার শফিকুর রহমান।

শুক্রবার বিকেলে বিকল্পধারার চেয়ারম্যান ডা. বদরুদ্দোজা চৌধুরীর হাতে ফুল দিয়ে দলটিতে যোগ দেন তারা।

এর আগে বিকল্পধারার অঙ্গ সংগঠন বিকল্প যুবধারার বিশেষ কাউন্সিলে উপস্থিত হন শমসের মবিন চৌধুরী, গোলাম সারোয়ার ও শফিকুর রহমান। পরে বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী তাদের আমন্ত্রণ জানিয়ে মঞ্চে নিয়ে আসেন।

এ সময় ২০ দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়া বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) চেয়ারম্যান জেবেল রহমান গাণি ও মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তুজা এবং লেবার পার্টির একাংশের মহাসচিব হামদুল্লাহ মেহেদী এবং প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ উপস্থিত ছিলেন।

শমসের মবিন চৌধুরী ২০১৫ সালের ২৮ অক্টোবর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বিএনপি থেকে পদত্যাগ করেন। যুদ্ধাহত এই মুক্তিযোদ্ধা সেনাবাহিনী থেকে পররাষ্ট্র দপ্তরে নিয়োগ পান। দ্বিতীয় মেয়াদে বিএনপি ক্ষমতায় থাকার সময় তিনি পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করেন। তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। ২০০৮ সালে বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হন। ২০০৯ সালে বিএনপির কাউন্সিলে তিনি দলের সহ-সভাপতি নির্বাচিত হন।

সামরিক কর্মকর্তা থেকে আমলা ও পরে রাজনীতিবিদ হয়ে ওঠা শমসের মবিন বিএনপির রাজনীতিতে প্রভাবশালী নেতা ছিলেন। বিএনপির আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টি দেখভাল করা নেতাদের মধ্যে তিনি অন্যতম ছিলেন।

নিউজওয়ান২৪/এএস

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত