ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

বিএনপির হরতালে নৈরাজ্য হলে আইনশৃঙ্খলা বাহিনী প্রতিহত করবে: হানিফ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:১৬, ১ ফেব্রুয়ারি ২০২০  

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ -ফাইল ফটো

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ -ফাইল ফটো


উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন প্রত্যাখ্যান করে রোববার (২ ফেব্রুয়ারি) ঢাকায়  বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, হরতালের নামে বিএনপি নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। তাদের এ ধরনের ষড়যন্ত্র জনগণ সহ্য করবে না।

শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপির হরতাল আহ্বানের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, হরতালের নামে বিএনপি যদি জনগণের জান ও মালের ক্ষতি করে তাহলে আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো মূল্যে তা প্রতিহত করবে।

তিনি আরো বলেন, নির্বাচনের আগে থেকেই বিএনপি নানাভাবে ষড়যন্ত্র করছে। সিটি নির্বাচনের প্রচারণা শুরুর পর থেকেই তারা শুধু অভিযোগ আর অভিযোগ করে আসছে। তাদের জনসমর্থন নেই, কর্মীবাহিনীও নেই। বিষয়টি মাথায় রেখে তারা শুধুই আওয়ামী লীগকে দোষারোপ করছে।

হানিফ বলেন, এত শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে ভোট হওয়ার পরও বিএনপির হরতাল ডাকাটা দুঃখজনক।

উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে হরতাল কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা সিটি করপোরেশন নির্বাচন প্রত্যাখ্যান করে ডাকা এ হরতাল শান্তিপূর্ণভাবে পালনে ঢাকাবাসীকে আহ্বান জানান তিনি।

নিউজওয়ান২৪.কম/এমজেড

আরও পড়ুন