ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

বিএনপি পরিকল্পিতভাবে নাশকতা চালিয়েছে: কাদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৫, ১৪ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

নয়াপল্টনে বিএনপি পরিকল্পিতভাবে নাশকতা চালিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংঘর্ষের পর সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, মির্জা আব্বাসের নেতৃত্বে পুলিশের ওপর হামলা হয়েছে। আজকের ঘটনা নিয়ে ধর্য্য ধরতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচন বানচালের চক্রান্ত, নাশকতা ও সহিংসতা করলে জনগণই এই অপশক্তি প্রতিহত করবে।

এসময় তিনি আরো বলেন, বিএনপি আজ আবার প্রমাণ করলো তারা সন্ত্রাসী দল। এই দল নাশকতার দল। এই দল বোমা সন্ত্রাসের দল। এই দল নির্বাচন চায় না।

এর আগে বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। আর এ সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। 

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছুড়ে। বিএনপি কর্মীরা পুলিশের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। সেখানে গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

নিউজওয়ান২৪/এএস

আরও পড়ুন