ফের সংলাপে ঐক্যফ্রন্টের যারা থাকছেন
নিজস্ব প্রতিবেদক

ফাইল ছবি
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিতীয় দফায় সংলাপে বসতে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট। আগামী বুধবার গণভবনে সংলাপটি অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে সাত জনের প্রাথমিক তালিকা করেছে ঐক্যফ্রন্ট। ঐক্যফ্রন্ট সূত্রে বিষয়টি জানা গেছে।
ঐক্যফ্রন্টের এ তালিকায় রয়েছেন যারা- ঐক্যফ্রন্টের মুখমাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের কার্যকরী সভাপতি এডভোকেট সুব্রত চৌধুরী, সংবিধান বিশেষজ্ঞ শাহদীন মালিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল।
তবে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন সংলাপে থাকছেন কিনা বিষয়টি এখনো নিশ্চিত নয়। তালিকা চূড়ান্ত করে কালকের মধ্যেই গণভবনে পৌঁছে দেয়া হবে। প্রতিনিধি দলের সিংহভাগই সংবিধান ও আইন বিশেষজ্ঞ।
এর আগে দ্বিতীয়বার সংলাপের জন্য আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। রোববার পৌনে ১২টার দিকে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে ওই চিঠি নিয়ে যান গণফোরামের সহ-সভাপতি আ হ ম শফিকুল্লাহ, গণফোরাম নেতা জগলুল হায়দার আফ্রিক ও মোশতাক আহমেদ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সংলাপের চিঠিটি পৌঁছানোর জন্য তা গ্রহণ করেছেন আওয়ামী লীগ সভাপতির ব্যক্তিগত অফিস সহকারী মোহাম্মদ আলাউদ্দিন ও মাসুদুর রহমান। ওই চিঠিতে ড. কামাল হোসেন বলেছেন, গত ১ নভেম্বর সংলাপ হয়েছিল। কিন্তু ঐক্যফ্রন্টের আলোচনা অসমাপ্ত রয়ে গেছে। এ জন্য আবারো আলোচনায় বসা জরুরি।
তিনি আরো লিখেছেন, ঐক্যফ্রন্টের সাত দফা নিয়ে সাংবিধানিক ও আইনগত দিক বিশ্লেষণের জন্য স্বল্প পরিসরে আলোচনা আবশ্যক। তবে ওই চিঠিতে সংলাপের কোনো দিনক্ষণ প্রস্তাব করেননি ড. কামাল হোসেন।
এদিকে রোববার রাতে ১৪ দলীয় জোটের বৈঠক শেষে সংলাপে বসার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সংলাপের ব্যাপারে তিনি ড. কামাল হোসেনের কাছ থেকে একটি চিঠি পেয়েছেন এবং তা তিনি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেছেন। প্রধানমন্ত্রী ৭ নভেম্বর সকাল ১১টায় সংলাপে বসার সময় নির্ধারণ করেছেন বলেও জানান তিনি।
এর আগে গত ১ নভেম্বর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ ও জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে সাড়ে তিন ঘণ্টাব্যাপী একটি সংলাপ অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগসহ ১৪ দলের ২২ সদস্য ও ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের ১৯ সদস্য অংশ নেন।
সংলাপে খোলামেলাভাবে অনেক বিষয় আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ঐক্যফ্রন্ট ও আওয়ামী লীগ নেতারা। তবে বহুল প্রত্যাশিত সংলাপে সন্তুষ্ট নয় জাতীয় ঐক্যফ্রন্ট।
নিউজওয়ান২৪/জেডএস
- কেন ‘উল্টে’ গেলেন এরশাদ
- বিএনপিতে যে পদ পাচ্ছেন তারেক স্ত্রী জোবাইদা
- এরশাদের এ কেমন অসুখ?
- এরশাদের ‘তেলেসমাতি খেইল’
- আসন ভাগাভাগি নিয়ে বিরোধ, বেকায়দায় ঐক্যফ্রন্ট
- হঠাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহি
- বিএনপির মনোনয়ন চিঠি
একই আসনে স্বামী-স্ত্রী! - কে হবেন প্রধানমন্ত্রী?
- ফের সক্রিয় হচ্ছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা?
- ড. কামালের ‘ডাইরেক্ট’ হুমকি
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ড. কামাল
- এরশাদের মেয়ে মৌসুমীর বিরুদ্ধে মামলা
- যেসব তথ্য গোপন করলেন এরশাদ
- ভিডিও কলে স্ত্রীর সঙ্গে মিলন, কী কথা হয় তাদের? (ভিডিও)
- স্বামী তন্ময়ের সঙ্গে মাঠে স্ত্রী, ভোট চাইলেন নৌকায়! ভিডিও