ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

ফেবারিট বাংলাদেশ ক্যারিবীয়দের বিপক্ষে জয় চায়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৩, ১৭ জুন ২০১৯  

ফাইল ফটো

ফাইল ফটো

সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। 

কিন্তু বিশ্বকাপ আসর মানেই অঘটনের পসরা সাজিয়ে বসে। যে কোনো ঘটনাই ম্যাচের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে।
 
আজ সোমবার টন্টনে উইন্ডিজদের বিপক্ষে লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি বিকেল ৩.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

আজ দুই দলের সামনেই বাঁচা-মরার লড়াই। এই ম্যাচ না জিতলে শেষ চারের লড়াই থেকে ছিটকে যাবে যে কোনো দলই। তবে উইন্ডিজদের বিপক্ষে শেষ নয় ম্যাচের সাতটিতেই জিতেছে বাংলাদেশ। তাই আত্মবিশ্বাসের পাল্লা বাংলাদেশের দিকেই ভারী।

গত এক বছরে আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশ উইন্ডিজদের মুখোমুখি হয়েছে ১৯ বার! নয়টি ওয়ানডের সাতটি জিতে পারফরম্যান্সে পরিষ্কারভাবে বাংলাদেশ এগিয়ে। তাছাড়া বিশ্বকাপের ঠিক আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ জিতেছে তিন ম্যাচই।

যদিও উইন্ডিজ তাদের নিজেদের দিনে ভয়ঙ্কর দল হয়ে উঠতে পারে। তবে আজ ফেবারিট হিসেবেই ক্যারিবীয়দের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়তে চায় বাংলাদেশ।

নিউজওয়ান২৪.কম/এসডি

খেলা বিভাগের সর্বাধিক পঠিত