প্রধানমন্ত্রীর সাথে সংলাপে বসবে ১৬ সদস্যের ঐক্যফ্রন্ট প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক

ফাইল ছবি
ড. কামাল হোসেনের নেতৃত্বে ১৬ সদস্যের ঐক্যফ্রন্ট প্রতিনিধিদল বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সংলাপে বসবে।
মঙ্গলবার সন্ধ্যায় মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে বৈঠকে সিনিয়র ঐক্যফ্রন্ট নেতারা এ সিদ্ধান্ত নেন। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।
এর আগে সকালে সংলাপের জন্য জাতীয় ঐক্যফ্রন্টকে আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকাল পৌনে ৮টার দিকে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসভবনে বৈঠকের আমন্ত্রণপত্রটি পৌঁছে দেন।
শেখ হাসিনা স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ‘অনেক সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সংবিধান সম্মত সকল বিষয়ে আলোচনার জন্য আমার দ্বার সর্বদা উন্মুক্ত। তাই আলোচনার জন্য আপনি যে সময় চেয়েছেন, সে পরিপ্রেক্ষিতে আগামী ১ নভেম্বর ২০১৮ তারিখ সন্ধ্যা ৭টায় আপনাদের আমি গণভবনে আমন্ত্রণ জানাচ্ছি।’
প্রসঙ্গত, গত রবিবার সংলাপ চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর চিঠি দেন ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেন।
পরের দিনই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছিলেন যে, ‘নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী আলোচনায় বসতে সম্মত হয়েছেন। পরবর্তীতে আলোচনার স্থান, সময় ও তারিখ জানানো হবে।’
পরে রাতে তিনি গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুকে ফোন করে ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলের তালিকা চান। এর একদিন পরই প্রধানমন্ত্রী নিজেই ঐক্যফ্রন্টকে আমন্ত্রণ জানালেন।
নিউজওয়ান২৪/টিআর
- কেন ‘উল্টে’ গেলেন এরশাদ
- বিএনপিতে যে পদ পাচ্ছেন তারেক স্ত্রী জোবাইদা
- এরশাদের এ কেমন অসুখ?
- এরশাদের ‘তেলেসমাতি খেইল’
- আসন ভাগাভাগি নিয়ে বিরোধ, বেকায়দায় ঐক্যফ্রন্ট
- হঠাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহি
- বিএনপির মনোনয়ন চিঠি
একই আসনে স্বামী-স্ত্রী! - কে হবেন প্রধানমন্ত্রী?
- ফের সক্রিয় হচ্ছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা?
- ড. কামালের ‘ডাইরেক্ট’ হুমকি
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ড. কামাল
- এরশাদের মেয়ে মৌসুমীর বিরুদ্ধে মামলা
- যেসব তথ্য গোপন করলেন এরশাদ
- ভিডিও কলে স্ত্রীর সঙ্গে মিলন, কী কথা হয় তাদের? (ভিডিও)
- স্বামী তন্ময়ের সঙ্গে মাঠে স্ত্রী, ভোট চাইলেন নৌকায়! ভিডিও