ঢাকা, ২৩ মে, ২০২৫
সর্বশেষ:

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে সম্মিলিত জাতীয় জোট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৯, ৫ নভেম্বর ২০১৮  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় পার্টি নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের সংলাপ শুরু হয়েছে। জোটের ৩৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জোট প্রধান হুসেইন মুহম্মদ এরশাদ। সঙ্গে আছেন সংসদে বিরোধী দলীয় নেতা পার্টি সিনিয়র কো চেয়ারম্যান বেগম রওশন এরশাদ।

সোমবার সন্ধ্যা সোয়া সাতটায় গণভবনে সংলাপ শুরু হয়। এর আগে সন্ধ্যা সোয়া ৬টায় এরশাদের বনানীর রাজনৈতিক কার্যালয় থেকে জাতীয় জোটের সদস্যরা রওনা হয়ে ৭টার আগে গণভবনে পৌঁছান। এই প্রথম একই গাড়িতে চড়ে আসেন পার্টির চেয়ারম্যান এরশাদ ও তার স্ত্রী, বিরোধী দলীয় নেতা রওশন।

প্রতিনিধি দলে আরো রয়েছেন- জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ চৌধুরী, এমএ ছাত্তার, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, অধ্যাপক দেলোয়ার হোসন খান, সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান টেপা, অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম, মজিবুল হক চুন্নু, সালমা ইসলাম, সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী, মাহমুদুল ইসলাম চৌধুরী, মসিউর রহমান রাঙা, এটিইউ তাজ রহমান, সোলায়মান আলম শেঠ, আতিকুর রহমান আতিক, মেজর অবসরপ্রাপ্ত খালেদ আক্তার, সফিকুল ইসলাম সেন্টু ও ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

এছাড়া পার্টির মধ্যম সারিরে নেতাদের মধ্যে রয়েছেন- যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা, নুরুল ইসলাম ওমর। আর জোট নেতাদের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এমএ মান্নান, মহাসচিব এমএ মতিন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাহফুজুল হক, যুগ্ম মহাসচিব জালাল আহমেদ, জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবু নাসের ওয়াহেদ ফারুক, বিএনএর চেয়ারম্যান সেকেন্দার আলী মনি প্রতিনিধি দলের সদস্য হিসেবে সংলাপে অংশ নিচ্ছেন। সংলাপে আছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতারাও।

হুসেইন মুহম্মদ এরশাদ আগে থেকেই ঘোষণা দিয়ে আসছিলেন, বিএনপি নির্বাচনে এলে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে ভোটের লড়াইয়ে নামবে জাতীয় পার্টি। অন্যথায় ৩০০ আসনে প্রার্থী দিয়ে এককভাবে লড়বে দলটি।

সম্প্রতি জামালপুরের জনসভায় সংলাপ প্রসঙ্গে এরশাদ বলেন, কোনো দাবি-দাওয়া নয়, সবার অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন এবং আসন ভাগাভাগি নিশ্চিত করতেই প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় পার্টি সংলাপে যাবে।

সংলাপ শেষে রাতেই চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এ বিষয়ে আনুষ্ঠানিক ব্রিফ করবেন পার্টির শীর্ষ নেতারা।

নিউজওয়ান২৪/এমএস

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত