ঢাকা, ১৫ মে, ২০২৫
সর্বশেষ:

প্রধানমন্ত্রীকে মামলার তালিকা দিল বিএনপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৪, ৭ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দেশজুড়ে দায়ের হওয়া ‘গায়েবি’ মামলার তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দেয়া হয়েছে।

বুধবার বেলা ১১টায় এ তালিকা দেন বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।

এসময় তার সঙ্গে ছিলেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া, শরিফুল ইসলাম লিটন, পাবনা জেলা বিএনপি নেতা মো. সালাহ উদ্দিন প্রমুখ।

1.প্রধানমন্ত্রীকে মামলার তালিকা দিল বিএনপি

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বের হয়ে তাইফুল ইসলাম টিপু বলেন, মহাসচিবের একটি চিঠিসহ গায়েবি মামলার তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আব্দুল হামিদ এ তালিকা গ্রহণ করেছেন।

তিনি বলেন, আমরা আংশিক তালিকা পৌঁছে দিয়েছে। এ তালিকায় ১০৪৬টি মামলার কথা উল্লেখ করা হয়েছে। ২/১ দিনের মধ্যে আরো তালিকা দেয়া হবে।

নিউজওয়ান২৪/জেডএস

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত