ঢাকা, ০৯ জুলাই, ২০২৫
সর্বশেষ:

প্রতারক উসাইন বোল্ট!

খেলা ডেস্ক

প্রকাশিত: ১৫:০৬, ২২ আগস্ট ২০১৬   আপডেট: ১৩:২২, ২৪ আগস্ট ২০১৬

দেশে থাকা পুরনো বান্ধবী ক্যাস বেনেট (বামে) এবং ব্রিরাজিলে রিওকন্যা জেদি দুয়ার্তের সঙ্গে উসাইন বোল্ট (ডানে)

দেশে থাকা পুরনো বান্ধবী ক্যাস বেনেট (বামে) এবং ব্রিরাজিলে রিওকন্যা জেদি দুয়ার্তের সঙ্গে উসাইন বোল্ট (ডানে)

প্রশ্নটি এমনই হয়ে দেখা দিয়েছে। তাহলে কি রিও অলিম্পিকে এসে নিজের দীর্ঘদিনের পুরনো বান্ধবীর সঙ্গে প্রতারণা করলেন গতি সম্রাট বোল্ট! অন্তত সচিত্র যেসব প্রমাণ মিলেছে তাতে তো ঘটনা এমনই মনে হচ্ছে।

ঘটনা সেই রাতের যেদিন রিও অলিম্পিকে তৃতীয় সোনাটি গলায় ঝুলালেন জ্যামাইকান এই স্প্রিন্ট সম্রাট।

ব্রাজিলের এক ২০ বর্ষীয় তরুণী সামাজিক মাধ্যমে বোল্টের সঙ্গে তার কিছু ঘনিষ্ঠ ছবি দিয়ে জানান দিয়েছেন দুজনের বন্ধুত্বের কথা। কিন্তু এর দিন কয়েক আগেই ৩০ বছর বয়সী জগৎসেরা দৌড়বিদ বোল্টের বড় বোন ক্রিস্টাইন বোল্ট-হিল্টন মিডিয়াকে জানান, ক্যাস বেনেট নামে বোল্টের দীর্ঘদিনের এক বান্ধবী রয়েছে। ৩২ বছর বয়সী বড় বোন আরও জানান, স্বরণীয় রিও অলিম্পিক শেষে দেশে ফিরে তার ভাই উসাইন বোল্ট ২৬ বছর বয়সী বান্ধবী ক্যাসকে বিয়ের প্রস্তাব দেবেন বলে আশা করছেন তিনি।

গত দুই বছরের বেশি সময় ধরে তারা ডেট করে আসছেন বলেও জানান ক্রিস্টাইন।

এদিকে, জেদি দুয়ার্তে নামের রিওবাসী ওই ছাত্রী স্থানীয় পত্রিকা এক্সট্রাকে জানান, প্রথমে তিনি বুঝতে পারেননি ওই রাতে তার সঙ্গীটি জগৎমাতানো অ্যাথলিট উসাইন বোল্ট ছিলেন। একের পর এক টুইটে তিনি জানান দেন, বোল্টের সঙ্গে আমার রাতটি ছিল ‘স্বাভাবিক’ আর বোল্ট আমার প্রতি ছিল অতি চমৎকার…

প্রসঙ্গত, গত ২১ আগস্ট ৩০তম জন্মদিন পালন করেন উসাইন বোল্ট। তবে ওই উদযাপনটা ২০ বছর বয়সী ব্রাজিলীয় উর্বশী জেদির সঙ্গে এভাবে উদযাপন করবেন তা সম্ভবত দেশে থাকা প্রেমিকা ক্যাস কল্পনাও করেননি। কিংবা বোল্টের বড়বোনও কি এমন ভেবেছিলেন!

তবে এসব ঘটনায় জেদি দুয়ার্তের বাতচিত পত্রপত্রিকায় স্থান করে নিলেও বোল্টের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়া বোল্ট-জেদির ছবিগুলো সত্যি না হওয়ার সম্ভাবনা খুব কম বলেই মনে করছে অভিজ্ঞ মহল।

তবে আসল ঘটনা নিশ্চিত হতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে- এটা বলা যায়।

এবারের অলিম্পিকে ১০০, ২০০ ও দলগত ৪x১০০ মিটার রিলেতে উসাইন যা করেছেন তা তাকে এনে দিয়েছে সর্বকালের শ্রেষ্ঠ দৌড়বিদের স্বীকৃতি। তিনটি ইভেন্টেই তিনি সোনা জিতেছেন টানা তিনটি অলিম্পিকে। অর্থাৎ তিনটি অলিম্পিকিই তিনি ওই তিন ইভেন্টে মোট নয়টি স্বর্ণপদক গলায় পড়েছেন।

নিউজওয়ান২৪.কম/একে

 

খেলা বিভাগের সর্বাধিক পঠিত