ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

পিএসএফ পণ্য রফতানিতে ভর্তুকি দেয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৬, ২ জানুয়ারি ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

পেট বোতল-ফ্লেক্স থেকে উৎপাদিত পলিয়েস্টার স্ট্যাপল ফাইবার (পিএসএফ) রফতানিতে নগদ ভর্তুকি বা অর্থসহায়তা দেয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে একটি সার্কুলার জারি করা হয়েছে। যা অনুমোদিত ডিলার ব্যাংকগুলোর প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পেট বোতল-ফ্লেক্স হতে উৎপাদিত পলিয়েস্টার স্ট্যাপল ফাইবার রপ্তানির বিপরীতে ভর্তুকির আবেদনের জন্য ২০০৯ সালের ২২ নভেম্বরের এফই সার্কুলার নং-২২-এ সংযুক্ত আবেদন ফরমের প্রয়োজনীয় সংশোধনপূর্বক ফরম-‘ক’ সংযোজন করতে বলা হয়েছে।
 
এতে আরো বলা হয়, রফতানির বিপরীতে ভর্তুকির আবেদনপত্রের সঙ্গে ‘বাংলাদেশ পেট ফ্লেক্স ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন’ এর পরিবর্তে সংযুক্ত ফরম- ‘খ’অনুসারে ‘রফতানি উন্নয়ন ব্যুরো’র সনদপত্র দাখিল করতে হবে।

তবে পেট বোতল-ফ্লেক্স রফতানির বিপরীতে ভর্তুকির জন্য নির্ধারিত আবেদন ফরম এবং এফই সার্কুলার নম্বর ০৯, তারিখ ১৭ মে ২০১০ এর নির্দেশনা অনুসারে অ্যাসোসিয়েশনের সনদপত্র দাখিলের শর্ত যথারীতি বহাল থাকবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

বাণিজ্যিক ব্যাংকে কিংবা নিরীক্ষার জন্য অডিট ফার্মের কাছে অপেক্ষমাণ ভর্তুকির আবেদনসহ সার্কুলার জারির তারিখ থেকে পরবর্তী ভর্তুকির আবেদনের ক্ষেত্রে আবেদন ফরম ও প্রত্যয়ন সনদের বিষয়ের নির্দেশনা কার্যকরী হবে।

নিউজওয়ান২৪/এএস

অর্থ-কড়ি বিভাগের সর্বাধিক পঠিত