ঢাকা, ০৯ জুলাই, ২০২৫
সর্বশেষ:

পাকিস্তান ক্রিকেট দলকে নসিহত: পুশ-আপ না দিয়ে নফল নামাজ পড়ুন

খেলা ডেস্ক

প্রকাশিত: ১৫:১৪, ২৭ অক্টোবর ২০১৬   আপডেট: ২২:৩৬, ২৮ অক্টোবর ২০১৬

ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এর একজন আইন প্রণেতা নসিহত করেছেন কোনো বিজয়ের পর তার দেশের ক্রিকেট খেরোয়াড়দের মাঠে বুকডন দেওয়ার পরিবর্তে নামাজ আদয় করা উচিৎ। বুধবার সংসদীয় কমিটির এক বৈঠকে তিনি এমন দাবি তোলেন।

আন্তঃপ্রাদেশিক সমন্বয় কমিটির এক বৈঠকে এমএনএ রানা মাহমুদ আফজাল নামের ওই নেতা বলেন, যেহেতু শারীরিক নড়াচড়া একটি স্বস্থ্যকর কর্ম তাই খেলোয়াড়দের উচিৎ হবে মাঠে বিজয় উদযাপনের পর পুশ-আপ (বুকডন) না দিয়ে নফল নামাজ আদায় করা।

সংসদীয় কমিটির ওই সভায় খেলায় জয়-পরাজয়ে পাকিস্তান ক্রিকেট দলের উদযাপন বা প্রতিক্রিয়া প্রকাশের সাম্প্রতিক ঘটনাবলী আলোচিত হয়। এসময় প্রশ্ন রাখা হয়- কেন সাম্প্রতিক এক জয়ে মিসবাহ-উল-হক ও তার সঙ্গীরা মাঠে পুশ-আপ দিলেন? আর কেনই বা পরাজয়ের পর তারা মুখে তারা তালা দিয়ে রাখেন?

আফজাল জিজ্ঞেস করেন, মাঠে বুক-ডন দিয়ে মিসবাহ ও তার সঙ্গীরা আসলে দুনিয়াকে কী বার্তা দিতে চেয়েছেন?

এদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাহী কমিটির চেয়ারম্যানি নাজাম শেঠি এর আগে এক প্রতিক্রিয়ায় বলেছেন, ম্যাচ জেতার পর পুশ-আপ দেওয়া থেকে ক্রিকেট খেলোয়াড়দের বিরত রাখা হয়েছে। ডন.কম 

নিউজওয়ান২৪.কম/এসকে

খেলা বিভাগের সর্বাধিক পঠিত