ঢাকা, ২৯ মার্চ, ২০২৪
সর্বশেষ:

পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে হতেও পারে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৬, ৬ নভেম্বর ২০১৯  

ফাইল ফটো

ফাইল ফটো

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রোববার (৩ অক্টোবর) তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

প্রথমবারের মতো ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ভারতকে হারিয়েছে টাইগাররা। একইসঙ্গে হাজারতম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ জিতে উপলক্ষটা স্মরণীয় করে রেখেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

বাংলাদেশ এবং ভারতের মধ্যকার তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার (৭ নেভেম্বর) মাঠে নামবে বাংলাদেশ। আর এই ম্যাচের আগে প্রশ্ন উঠেছে বাংলাদেশের একাদশে পরিবর্তন আসবে কিনা।

দুই দলের মধ্যকার প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল। বোলিং এবং ব্যাটিং দুই বিভাগেই দারুণ পারফর্ম করেছিল টাইগাররা। তাই দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তন আসার খুব একটা সম্ভাবনা নেই জানালেন রিয়াদ।

তিনি বলেন, পরিবর্তন আসার খুব একটা সম্ভাবনা নেই। আমরা চেষ্টা করব উইনিং কম্বিনেশন ধরে রাখার জন্য। কিন্তু উইকেট দেখে একাদশে পরিবর্তন আসলেও আসতে পারে।

নিউজওয়ান২৪.কম/এমজেড

খেলা বিভাগের সর্বাধিক পঠিত