ঢাকা, ২০ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

নৌকার প্রার্থীদের বিজয়ী করতে মাঠে থাকবে যুবলীগ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১:২৬, ৮ জানুয়ারি ২০২০  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার প্রার্থীদের বিজয়ী করতে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সমর্থনে যুবলীগ আয়োজিত ‘নির্বাচন প্রস্তুতি’ সভায় এ ঘোষণা দেন তিনি।

যুবলীগ চেয়ারম্যান বলেন, সংগঠনের নেতাকর্মীদের প্রতিটি ওয়ার্ড ও ইউনিটে ভোটারের দ্বারে দ্বারে গিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে ভোট চাইতে হবে।

এ সময় তিনি আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসের ৫টি নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে বলেন, তাপস নিজ বক্তৃতায় ঐতিহ্যের ঢাকা, সুন্দর, সচল, সুশাসিত এবং উন্নত ঢাকা গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এসব পরিকল্পনা তুলে ধরে ভোট চাইতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান যুবলীগ চেয়ারম্যান।

তাপস কথার নয় কাজের রাজনীতি করে উল্লেখ করে পরশ বলেন, তাপস সিটি নির্বাচনেও যেসব পরিকল্পনা করেছেন, তার পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করবেন, এটা আমি জানি। তাই যুবলীগের প্রতিটি নেতাকর্মীকে বিনয়ী হয়ে ভোট চাইতে হবে। তাপস নির্বাচিত হলে ঢাকার চেহারা পরিবর্তন হবে। যুবলীগ কখনো শক্তি প্রদর্শন করবে না। তবে যখন স্বাধীনতার সার্বভৌমত্বে আঘাত আসবে, তখন যুবলীগ বসে থাকবে না। 

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহি উদ্দিন মহি, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।

নিউজওয়ান২৪.কম/এমজেড

আরও পড়ুন