ঢাকা, ২৯ মার্চ, ২০২৪
সর্বশেষ:

নৈরাজ্য করতে কাউকে মাঠে নামতে দেওয়া হবে না: ছাত্রলীগ সভাপতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৮, ১ এপ্রিল ২০২১  

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

স্বাধীনতাবিরোধী আর কাউকে নৈরাজ্য করতে মাঠে নামতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয়।

আজ (বুধবার) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবে ধ্বংসযজ্ঞ পরিদর্শন কালে এ কথা জানান তিনি। 

জয় বলেন, তারা যেন কোনো ধরনের ঘটনা ঘটাতে না পারে সেজন্য আমরা সকলেই মাঠে থাকবো। 

ছাত্রলীগ সভাপতি বলেন, স্বাধীনতার মাসে পাকিস্তানের তারা একই কায়দায় ব্রাহ্মণবাড়িয়া ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ব্রাহ্মণবাড়িয়া এমন কোনও জায়গা নেই যে তারা ধ্বংসযজ্ঞ চালায়নি। 

তিনি বলেন, আমি মনে করি তারা স্বাধীনতা বিরোধী। এই স্বাধীনতা বিরোধী শক্তিকে প্রতিহত করার জন্য আমরা মাঠে আছি। পাকিস্তানি কায়দায় মার্চ মাসে মুজিববর্ষ,স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে বিশ্বাস করে না সেই স্বাধীনতার পরাজিত শক্তি মার্চ মাসে এই কলঙ্কিত অধ্যায় সৃষ্টি করেছে। দ্রুত সময়ের মধ্যে এই কুলাঙ্গারদের বিচারের আওতায় আনার দাবি জানান জয়। 

এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাদের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল এবং সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভনসহ জেলা ছাত্রলীগ নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন