ঢাকা, ১৫ মে, ২০২৫
সর্বশেষ:

‘নির্বাচন ডিসেম্বরেই, বানচাল করতে পারবে না কেউ’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৭, ৮ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, নির্বাচন ডিসেম্বরেই হবে। এটি কেউ-ই বানচাল করতে পারবে না।

তিনি বলেন, দেশের জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আছেন। বিএনপি-জামায়াত এখন ড. কামাল হোসেনের ওপর ভর করেছে। তারা যত ষড়যন্ত্রই করুক নির্বাচন হবে।
 
বৃহস্পতিবার মাদারীপুরের নয়াচরে ‘ড্রেজার বেইজ নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন’ অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন।
 
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুরে একই সময়ে শিপ পার্সোনাল ট্রেনিং ইনস্টিটিউটের নবনির্মিত ভবনের দ্বার উদঘাটন করেন মন্ত্রী। এ উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিআইডব্লিউটিএ’র সচিব কাজী ওয়াকিল, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ভোলানাথ দে, অতিরিক্ত সচিব শহিদুল ইসলাম, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুস সামাদ, জেলা পরিষদ চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার সুব্রত কুমার হালদার।

নিউজওয়ান২৪/এমএস

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত