`দ্যা ফিজ` কী জিনিস চিনলো ইংলিশ দর্শক
খেলা ডেস্ক

মুস্তাফিজুর রহমান -ফাইল ফটো
`দ্যা ফিজ` অর্থাৎ মুস্তািফজুর রহমান বোলিং শুরুর আগেই সাসেক্স সমর্থকরা উল্লাসে মাতেন। তাদের বহুল কাঙ্ক্ষিত `কাটার মাস্টার` ক্রিকেটবল হাতে জাদু দেখানোর আগেই ফিল্ডিং সাফল্য দেখান। নিজ দলরে টিমাল মিলসের বলে চমৎকার ক্যাচ ধরেন এসেক্স ইগলসের নিক ব্রাউনের।
এরপর সাসেক্স শার্কসের হয়ে ন্যাট ওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে টুর্নামেন্টে অভিষেকেই এসেক্স ইগলসের বিপক্ষে দলকে ২৪ রানের জয় এনে দিতে ৪ উইকেট শিকার করেন মুস্তাফিজ। তার ৪ ওভার বল মোকাবেলা করে ঈগলস নিয়েছে মাত্র ২৩ রান।
গতকাল (বৃহস্পতিবার) রাতে চেমসফোর্ডের কাউন্টি গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২০০ রান করে মুস্তাফিজের দল সাসেক্স শার্কস। এর জবাবে ৮ উইকেট হারিয়ে ১৭৬ রানের বেশি তুলতে পারেনি এসেক্স। মূলত প্রতিপক্ষের রানের গতি বেঁধে রাখার সঙ্গে সঙ্গে একের পর এক উইকেট নিয়ে শার্কসের জয়ের নায়ক ছিলেন মুস্তাফিজই।
ভারতে আইপিএলের সর্বশেষ আসরে চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে সাধারণত প্রতি ম্যাচের ষষ্ঠ ওভারে বোলিং শুরু করতেন মুস্তাফিজ। গতকাল ইংল্যান্ডে সাসেক্স অধিনায়ক লুক রাইটও তাকে সেই ষষ্ঠ ওভারেই বোলিংয়ে আনেন তাকে।
প্রথম ৫ ওভারে ৫০ রান করা এসেক্সের ঝড়ো ব্যাটিংয়ে দলের প্রত্যাশা মতো ঠিকই বাধ সাধেন মুস্তাফিজ। তার প্রথম ওভারে চার রান তোলে এসেক্স। বাঁহাতি মুস্তাফিজের তুখোর আর ভীতিকর বোলিংয়ের চাপে বেদিশা হয়েই পরের ওভারে প্যালিলিয়নে ফেরেন টম ওয়েস্টলি।
এরপর দ্যা ফিজ ছোবল হানেন এসেক্সের বিপদের কাণ্ডারি হতে থাকা রবি বোপারার উইকেটে। ছয় উইকেট হাতে থাকা দলটির শেষ ৫ ওভারে দরকার ছিল ৬৮ রান। তখনও মুস্তাফিজের বাকি তিন ওভার। কিন্তু যতই কাটার মাস্টার হোন না কেন- এই দিয়ে টি-টুয়েন্টির হিসেবে সহজ ওই টার্গেট ঠেকানো কঠিনতর কাজ ছিল।
কিন্তু মুস্তাফিজ যে জ্বলার পরও আরও তেজে জ্বলে উঠতে পারেন তা আবারও প্রমাণ করলেন এদিন।
ষোড়শ ওভারে বোপারাকে (২৬ বলে ৩২) আউট করার পর অষ্টাদশ ওভারের তৃতীয় বলেই ফের আঘাত। এবার জেমস ফস্টার। বোল্ড হন ফস্টার। এরপর ক্যালাম টেইলর। কিছুই করার ছিল না তার `প্রাকৃতিক ঝড়` মুস্তাফিজকে রোখার। ওভারের শেষ বলে বোল্ড হয়ে ফেরেন সাজঘরে।
ম্যাচের শেষ ওভারটি মুস্তাফিজের জন্য রাখা ছিল। এতে ৩৫ রান দরকার ছিল এসেক্সের। প্রথম বল ডট। এরপরের বলে রায়ান টেন ডেসকাটেকে ফিরিয়ে দেন কাটার মাস্টার। আট উইকেটে ১৭৬ রানে শেষ হয়ে এসেক্সের পথ চলা।
প্রথম ম্যাচেই মাচসেরার মর্যাদায় অভিষিক্ত হন বঙ্গ শার্দুল মুস্তাফিজ।
নিউজওয়ান২৪.কম/আরকে
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল