ঢাকা, ০৯ জুলাই, ২০২৫
সর্বশেষ:

তৃতীয়বারের মতো বিপিএল চ্যাম্পিয়ন ঢাকা, রাজশাহীর হার ৫৬ রানে

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:০৩, ১০ ডিসেম্বর ২০১৬   আপডেট: ১১:৩২, ১২ ডিসেম্বর ২০১৬

ঢাকা: এই নিয়ে তৃতীয়বারের মতো বিপিএল চ্যাম্পিয়ন হলো ঢাকা। প্রাথমিক পর্বের দুইবারের মুখোমুখিতে ঢাকাকে হারালেও ফাইনালে পারলো না রাজশাহী। শুক্রবার মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাকিব আল হাসানের নেতৃত্বে ঢাকা ডায়নামাইটস ড্যারেন সামির রাজশাহী কিংসকে ৫৬ রানের বিশাল ব্যবধানে হারায়।

`জিতবে ঢাকা, দেখবে দেশ`- এই স্লোগান দিয়ে বিপিএলের চতুর্থ আসর শুরু করা সাকিব আল হাসানের দল ঢাকা ডায়নামাইটস টুর্নামেন্ট শুরুর আগে থেকেই ছিল টপ ফেভারিট। সাকিবের দল এত গোছানো খেলে অলআউট পারফর্মেন্সে ফাইনালকে রীতিমতো একপেশে খেলায় পরিণত করে। তবে বিপক্ষে রাজশাহীর একের পর এক ক্যাচড্রপ দলটির সমর্থকদের হাতাশাকে দিয়েছে বাড়িয়ে।

বেশিরভাগ সাধারণ মাপের খেলোয়াড় নিয়েও কেবলমাত্র ক্যাপ্টেন ড্যারেন স্যামির ক্যাপ্টেন্সি আর পারফর্মেন্সে উজ্জীবিত রাজশাহীর ফাইনালে উঠে আসাটাও ছিল অনেকটা রূপকথার মতো। তবে ক্যাচড্রপ আর ব্যাটিং ব্যর্থতায় শেষ ধাপটা পেরিয়ে আর শিরোপা হাতে তুলে নিতে পারেনি তারা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ঢাকার করা ১৫৯ রান তাড়ায় রাজশাহী শুরু থেকেই উইকেট হারাতে থাকে। শেষপর্যন্ত সবমিলিয়ে ১০৩ রানে থেমে যায় তাদের দৌড়, ১৭.৩ ওভারে।

বিপিএলের প্রথম দুই আসরেও চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা। তবে ভিন্ন ফ্র্যাঞ্চাইজিরে অধীনে তখন দলের নাম ছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স। এক বছর বিরতির পর গত আসরে শিরোপা জেতে নতুন ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবার ফের ট্রফি ফিরলো ঢাকার শিবিরে।

আরও পড়ুন বিপিএল ফাইনাল: মুখোমুখি টাইগার সাকিব আর ক্যালিপসো স্যামি

এখানে একটি মজার বিষয় আছে। বিপিএলের প্রথম তিন আসরে চ্যাম্পিয়ন ভিন্ন দুটি দল হলেও তিনবারই ট্রফি উঁচিয়ে ধরেছেন মাশরাফি বিন মুর্তজা। কারণ, ওই তিন আসরে ট্রফি জেতা দলদুটির অধিনায়ক ছিলেন মাশরাফি-ই।

বিপিএল শুরুর পর চতুর্থ আসরে এবারই প্রথম অন্য কোনো অধিনায়নের হাতে আশ্রয় নিল শিরোপার।

ম্যাচ শেষে ঢাকার খেলোয়াড়-দর্শকদের উৎসবের রঙকে আরও রঙিন করে তোলেন ব্রাভো। তিনি মাইক্রোফোন তুলে নিয়ে গলা ছেড়ে শুরু করেন ‘চ্যাম্পিয়ন’গানের সুর। তার সঙ্গে সুর মেলায় ডায়নামাইট সমর্থকরা, কিংস সমর্থকদের সিংহভাগ ততক্ষণে মন খঅরাপের বোঝা নিয়ে মাঠের বাইরে। অনেকেই মন খারাপ করেন ফ্রাঞ্চাইজি দলে খেলতে আসা ভিনদেশি ক্যাপ্টেন ড্যারেন স্যামির জন্য- এমনকি ডায়নামাইটস সমর্থকরাও তার জন্য অনুভব করেছেন এক ধরনের টান।

বিপিএলের এটাও একটা অন্যরকম অর্জন। দলে আফিফের মতো তরুণ বোলাররা যখন বিপক্ষের ব্যাটসম্যানের কড়া পিটুনি খেয়ে বিমর্ষ- তখন বারবারই উল্টো হাসিমুখে এগিয়ে গিয়ে পিঠ চাপড়ে উৎসাহব্যঞ্জক কথায় উজ্জীবিত করেছেন, ক্রমম দুর্লভ হয়ে আসা খেলার মাঠের এই বড়ভাইসুলভ অভিভাবকত্ব মনে রাখবে বিপিএল দর্শক। স্যামির অসাধারণ ক্যাপ্টেন্সি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্যাপ্টেন মাশরাফির কথাও বারবার মনে করিয়েছে দর্শককে।

স্কোর
ঢাকা ডায়নামাইটস: ২০ ওভারে ১৫৯/৯ (মারুফ ৮, লুইস ৪৫, নাসির ৫, মোসাদ্দেক ৫, সাঙ্গাকারা ৩৬, ব্রাভো ১৩, রাসেল ৮, সাকিব ১২, আলাউদ্দিন ১, সানজামুল ১২*, আবু জায়েদ ০*; উইলিয়ামস ১/৩৬, ফরহাদ ৩/২৮, মিরাজ ১/২২, আফিফ ১/২৩, স্যামি ১/২২, নাজমুল ০/১৩ প্যাটেল ১/৮)।

রাজশাহী কিংস: ১৭.৪ ওভারে ১০৩ (নুরুল ৮, মুমিনুল ২৭, সাব্বির ২৬, প্যাটেল ১৭, ফ্র্যাঙ্কলিন ৫, স্যামি ৬, আফিফ ৪* , মিরাজ ১, ফরহাদ ২, উইলিয়ামস ৪ (আহত অবসর), নাজমুল ১; আবু জায়েদ ২/১২, রাসেল ১/২১, সাকিব ২/৩০, ব্রাভো ১/২০, সানজামুল ২/১৭)।

ফাইনালে দলকে জেতাতে অনবদ্য আর দায়িত্বশীল ৩৬ রান করে ম্যান অব দ্য ম্যাচ হন লংকান গ্রেট কুমার সাঙ্গাকারা আর ম্যান অব দ্য টুর্নামেন্ট হন ফোইনারে বাইরে থাকা খুলনা টাইটান্সের মাহমুদুল্লাহ।

নিউজওয়ান২৪.কম/এমএস

খেলা বিভাগের সর্বাধিক পঠিত