ঢাকা, ২৩ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

ঢাকার কাছে রাজশাহীর হার

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৩, ৫ জানুয়ারি ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস। 

টস জিতে ফিল্ডিং নেন রাজশাহী কিংসের ক্যাপটেন মেহেদি হাসান মিরাজ। কিন্তু ঢাকা ডায়নামাইটসের ছুড়ে দেওয়া ১৯০ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে ১০৬ রানে থেমে যায় রাজশাহী কিংস। নিজেদের প্রথম ম্যাচে ঢাকার কাছে ৮৩ রানে হারল রাজশাহী।

শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিপিএলের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে সাকিব আল হাসানের দল। ব্যাটে নেমে ১৮৯ রান সংগ্রহ করেন তারা। জবাবে মাত্র ১০৬  রানে গুটিয়ে যায় মিরাজের রাজশাহী। আর জয় দিয়েই বিপিএল শুরু করল সাকিবের ঢাকা।

১৯০ রানের জবাবে রান তাড়া করে শুরুটা করে রাজশাহী কিংস। প্রথম ২ ওভার ভালো করলেও তা ধরে রাখতে পারেনি মিরাজের দল। সাকিবের বলে মিজানুর রহমারে হাতে বল তুলে দিয়ে ওপেনিং জুটি ভাঙেন মুমিনুল(৮)। তারই পথ ধরেন সৌম্য(৪), লরি ইভান্স(১০), জাকির হোসেন(২),ক্রিশ্চিয়ান জংকার(১), ও অধিনায়ক মেহেদি হাসান মিরাজ(১)।

এর মধ্যে ইভান্স রান আউট হন বাকি সবাই ক্যাঁচ তুলে দিয়ে ঘরে ফেরেন। আলাউদ্দিন বাবু(৭) ও কায়েস আহমেদ(৯) পূর্বসুরিদের পথ ধরেন। তারাও ক্যাঁচ দিয়েই ঘরে ফেরেন। জয়ের আশা শেষ করেও ব্যাট করতে থাকেন আরাফাত সানি ও মোস্তাফিজ। শেষ পর্যন্ত মোস্তাফিজ(১১*) থাকলেও ক্যাঁচ তুলে দেন সানি(১৮)।১০৬ রানে থেমে যায় রাজশাহী কিংসের ইনিংস।

প্রথমে রানার্সআপরা শুরু থেকেই জ্বলে ওঠে। হযরতুল্লাজ জাজাই ও সুনিল নারাইনের ব্যাটে ঝড়ো শুরু। এরপর চলতে থাকে তাদের তান্ডব। জাজাই তুলেনেন ফিফটি। মোহাম্মদ হাফিজের বলে ৩৮ রানে সৌম্য সরকারের হাতে ক্যাঁচ তুলে দিয়ে জুটি ভেঙে ঘরে ফেরেন সুনিল নারাইন। এক পাশ হযরতুল্লাহ জাজাই আকড়ে রাখলেও অন্য পাশ কেউ ধরে রাখতে পারেনি।

কাইরন পোলার্ড, অধিনায়ক সাকিব আল হাসান ও নুরুল হাসান সোহান ফিরে যান ২/১ রান করেই। কিন্তু ততক্ষণে বেশ এগিয়ে যায় ঢাকা। মিরাজের বলে সৌম্য সরকারের হাতে বল তুলে দিয়ে ফেরেন জাজাই(৭৮)। এখন আন্দ্রে রাসেল ও শুভাগতর ব্যাটে ছুটছে ঢাকা। আর কোন উইকেট নিতে পারেনি মিরাজের দল। রাসেল আর হোমের ব্যাটে ফাইটিং স্কোর দাড়া করিয়েছে ঢাকা।

কিংসের আরাফাত সানি একা ২ উইকেট নেন। ঢাকার রুবেল ৩টি ও মোহর শেখ ২টি উইকেট নেন।

নিউজওয়ান২৪/আরএডব্লিউ

খেলা বিভাগের সর্বাধিক পঠিত