ড. কামাল বিএনপি-জামায়াতের উকিল: ইনু
নিজস্ব প্রতিবেদক

ছবি: সংগৃহীত
ড. কামাল হোসেন রাজাকার, জঙ্গি ও অপরাধীদের বাংলাদেশের গণতন্ত্রে পুনর্বাসনে ওকালতি শুরু করেছেন এবং বিএনপি-জামায়াত তাকে ঢাল ও উকিল হিসেবে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শনিবার চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিজ দল জাসদের জনসভায় যোগদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
জাসদ সভাপতি ইনু বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট হঠাৎ গজিয়ে ওঠা একটি ফ্রন্ট। তাদের দাবির সারকথা হচ্ছে- সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ও তারেক রহমানসহ যুদ্ধাপরাধী ও খুনি অপরাধীদের মুক্ত করা। এছাড়া নির্বাচনের আগে তথাকথিত নির্দলীয় সরকারের মধ্য দিয়ে আসলে ভূতের সরকার বা অস্বাভাবিক সরকার গঠন করার দাবি।
দাবি দুটিকে কার্যত নির্বাচন বর্জন ও বানচালের পায়তারা আখ্যা দিয়ে তিনি বলেন, যুক্তফ্রন্টের দাবিগুলোর সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই।
আর বিএনপি-জামায়াত কারাগার ও আদালতের বারান্দা থেকে রাজনীতির মাঠে আবার হালাল হওয়ার চেষ্টা চালাচ্ছে। এর সঙ্গে জনগণ বা গণতন্ত্রের কোনো সম্পৃক্ততা নেই। আদালতের বারান্দার আসামি ও কারাবন্দী আসামিদের নতুন করে আবার রাজনীতির মাঠে নিয়ে আসার একটি প্রকল্প বাস্তবায়নে ঐক্যফ্রন্ট চক্রান্ত শুরু করেছে, যোগ করেন ইনু।
ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে তথ্যমন্ত্রী বলেন, সাইবার জগৎ, জনগণ, শিশু ও নারী এবং রাষ্ট্রের নিরাপত্তা বিধানের জন্য ডিজিটাল নিরাপত্তা আইন পাশ হয়েছে। এর সঙ্গে গণমাধ্যমের কোনো সম্পর্ক নেই। গণমাধ্যম কর্মীরা স্বাচ্ছন্দ্যে নির্ভয়ে কাজ করবেন, এতে তাদের কোনো সমস্যা নেই।
এ সময় আরো উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা জাসদের সভাপতি মোল্লা গোলাম সারোয়ার।
নিউজওয়ান২৪/এসআই
- কেন ‘উল্টে’ গেলেন এরশাদ
- বিএনপিতে যে পদ পাচ্ছেন তারেক স্ত্রী জোবাইদা
- এরশাদের এ কেমন অসুখ?
- এরশাদের ‘তেলেসমাতি খেইল’
- আসন ভাগাভাগি নিয়ে বিরোধ, বেকায়দায় ঐক্যফ্রন্ট
- বিএনপির মনোনয়ন চিঠি
একই আসনে স্বামী-স্ত্রী! - হঠাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহি
- কে হবেন প্রধানমন্ত্রী?
- ফের সক্রিয় হচ্ছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা?
- ড. কামালের ‘ডাইরেক্ট’ হুমকি
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ড. কামাল
- এরশাদের মেয়ে মৌসুমীর বিরুদ্ধে মামলা
- স্বামী তন্ময়ের সঙ্গে মাঠে স্ত্রী, ভোট চাইলেন নৌকায়! ভিডিও
- যেসব তথ্য গোপন করলেন এরশাদ
- ভিডিও কলে স্ত্রীর সঙ্গে মিলন, কী কথা হয় তাদের? (ভিডিও)