টেনিসে ফিরছেন মারিয়া, ফের হচ্ছেন জাতিসংঘের শুভেচ্ছাদূত
খেলা ডেস্ক

মারিয়া ইউরিয়েভনা শারাপোভা -ফাইল ফটো
ডোপিংপাপে নিষিদ্ধ হওয়ার মেয়াদ শেষে ফের জাতিসংঘের শুভেচ্ছা দূত হতে যাচ্ছেন টেনিসকন্যা মারিয়া ইউরিয়েভনা শারাপোভা। আগামী এপ্রিলে নিষেধাজ্ঞা শেষে তিনি ফিরবেন টেনিসেও। জাতিসংঘের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
গত মার্চে ডোপ টেস্টে ধরা পড়ার পর শুভেচ্ছা দূত হিসেবে শারাপোভোর সঙ্গে করা চুক্তি স্থগিত করে জাতিসংঘ। ওই চুক্তির মেয়াদ ৯ বছরের।
সম্প্রতি ইউএনডিপির এক মুখপাত্র বলেন, শারাপোভা প্রত্যাশিত সময়ের চেয়েও দ্রুত তার প্রিয় খেলায় ফিরতে যাচ্ছেন- এটা জেনে আমরা আনন্দিত। ২০১৭ সালের এপ্রিলে তার সংক্ষেপিত নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলে আমরাও শুভেচ্ছা দূত হিসেবে তার ওপর জারি করা নিষেধাজ্ঞাও তুলে নেব।
বহুল আলোচিত ডোপ কেলেংকারি ধরা পড়ার পর সুইজারল্যান্ডের লউসেন ভিত্তিক কোর্ট অব আরবিট্রেশন রুশ টেনিস গ্ল্যামার মারিয়া শারাপোভার বিরুদ্ধে ২৪ মাসের নিষেধাজ্ঞা জারি করে।
তবে শরীরে ম্যাগনেশিয়ামের ঘাটতি ও হৃদপিণ্ডের দুর্বলতা কাটাতে ১০ বছর ধরে মেলডোনিয়াম নামক ড্রাগ নিয়েছেন বলে স্বীকারও করেন ২৯ বছর বয়সী এই বিশ্বসেরা টেনিস তারকা।
চেরনোবিল পরমাণু দুর্ঘটনাজনিত তেজস্ক্রিয়তার কারণে বিভিন্ন রোগশোকে ভোগা মানুষের সহায়তায় কাজ করা সংগঠনকে এক লাখ ডলার সহযোগিতা করে শারাপোভা ব্যাপক প্রশংসা পেয়েছেন।
মারিয়ার পিতামাতা বর্তমান বেলারুশের অধিবাসী ছিলেন। ১৯৮৬ সালে চেরনোবিল বিপর্যয়ের পর তারা সাইবেরিয়ার নায়গান এলাকায় চলে যান। সেখানে ১৯৮৭ সালের ১৯ এপ্রিল মারিয়ার জন্ম হয়।
বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ব্রাডেন্টনে বসবাসরত মারিয়া প্রথম রুশ নারী যিনি উইম্বলডন জিতেছেন এবং বিশ্ব র্যাঙ্কিংয়ে এক নম্বরে যান। এএফপি, উইকিপিডিয়া
নিউজওয়ান২৪.কম/একে
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল