ঢাকা, ২০ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

জুনিয়রদের আচরণে ক্ষিপ্ত বিএনপি’র সিনিয়র নেতারা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩:২৩, ১৭ ডিসেম্বর ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

‘এতে যদি ওদের কিছুটা শরম লাগে!’

আজ (মঙ্গলবার) বিকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিজয় র‌্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশ উপলক্ষে একটি ট্রাকের ওপর প্যান্ডেল লাগিয়ে মঞ্চ তৈরি করা হয়। ট্রাকের দুইদিকে দুটি মাইক লাগানো হয়। দুপুর একটার পর ট্রাকে অপেক্ষাকৃত জুনিয়র ও নবীন নেতারা উঠতে শুরু করে। কিন্তু ট্রাকের ছোট্ট পরিসরে জুনিয়র নেতাদের ভীড়ে সিনিয়র নেতারা উঠার সাহস পাচ্ছিলেন না।

এসময় দলীয় কার্যালয়ের নিচতলায় অবস্থান করছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমানসহ সিনিয়র নেতারা। মঞ্চে অপেক্ষকৃত তরুণ ও নবীন নেতাদের ভীড় দেখে তাঁরা খবর পাঠান সিনিয়র তথা শীর্ষ নেতাদের জন্য মঞ্চ খালি করতে। কিন্তু দেখা গেল  ট্রাকে জুনিয়র নেতারা আরো উঠছেন, সঙ্গে এবার কর্মীরাও উঠছে। 

এসময় ট্রাকে নবীন নেতাদের ভীড়ে উপস্থিত দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুকে কেউ চেয়ার ছেড়ে দিচ্ছিল না। অবশ্য চেয়ারে বসা এক জুনিয়র নেতা একপর্যায়ে উঠে তাকে বসতে দেন। একই সময়ে ট্রাকের মঞ্চে জয়নুল আবদিন ফারুক, মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকনও উঠে দাঁড়িয়ে থাকেন অথচ সেখানে চেয়ারে বসেছিলেন একাধিক জুনিয়র নেতা। এরকম অস্বাভাবিক অবস্থা দেখে স্থায়ী কমিটির এক সদস্য এসময় মহাসচিবকে লক্ষ্য করে বলেন, ওরা তো নামছে না। এতো ভীড়ে উপরে উঠার প্রয়োজন নেই। চলেন আমরা নিচে দাঁড়িয়ে-ই র‌্যালির উদ্বোধন করি। এতে যদি ওদের কিছুটা শরম লাগে!

পরে তিনটা বাজার ১০ মিনিট আগে মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা ট্রাকের সামনে এসে দাঁড়ান। সেখানে তাঁরা বক্তব্য শেষ করে র‌্যালির উদ্বোধন ঘোষণা করেন।

সংক্ষিপ্ত সমাবেশের সভাপতি মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেল তখন ট্রাকেই ছিলেন। মহাসচিব তাকে অনুষ্ঠান শুরু করতে বলেন। ওই সময় ট্রাকে আরো ছিলেন- দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, আবুল খায়ের ভুঁইয়া, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, মোস্তাফিজুর রহমান, হাবিবুল ইসলাম হাবিব, আবদুল কালাম আজাদ সিদ্দিকী, আবদুস সালাম আজাদ, হারুনুর রশীদ, শামীমুর রহমান শামীম, আমিরুল ইসলাম খান আলীম, মহানগরের কাজী আবুল বাশার, বজলুল বাসিত আঞ্জু, স্বেচ্ছাসেবক দলের শফিউল বারী বাবু, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল এবং যুব দল ও উলামা দলের নেতারা।

নিউজওয়ান২৪.কম/এআই

আরও পড়ুন