ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৫
সর্বশেষ:
টানা পাঁচদিন বৃষ্টির আভাস মুসলিম বিশ্বকে ‘ন্যাটো-ধাঁচের’ নিরাপত্তা কাঠামো গঠনের প্রস্তাব তিস্তা প্রকল্প বাস্তবায়নে কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন

জামায়াত নিষিদ্ধ করতে হবে: নাসিম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩১, ৫ ফেব্রুয়ারি ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেছেন, জামায়াতকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে। আমাদের সামনে চ্যালেঞ্জ হলো, এবার সাংবিধানিক প্রক্রিয়ায় জামায়াতকে নিষিদ্ধ করতে হবে। এ ব্যাপারে ছাড় দেয়ার সুযোগ নেই।

তিনি বলেন, জামায়াতকে আশ্রয়-প্রশ্রয় দেয়ায় বিএনপির এই অবস্থা। এবারের নির্বাচনে নারী-পুরুষ সবাই অসাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ভোট দিয়েছে। 

মঙ্গলবার সুরঞ্জিত সেনগুপ্তের দ্বিতীয় প্রয়াণ দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এখন সময় এসেছে সাম্প্রদায়িক রাজনীতির ক্ষেত্রে কোনো আপোষ নয়। বিএনপিকে স্পষ্ট করে বলতে হবে, তারা জামায়াতের সঙ্গে আছে কিনা। তা না হলে চিরদিনের জন্য আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে বিএনপি।

সুরঞ্জিতকে স্মরণ করে নাসিম বলেন, প্রথম যখন পার্লামেন্টে এমপি হিসেবে আসি, তখন বক্তব্য কিভাবে দিতে হবে তা সুরঞ্জিত সেনগুপ্তের কাছ থেকে শিখে ছিলাম।

নাসিম বলেন, তিনি একজন যোগ্য পার্লামেন্টারিয়ান ছিলেন। সুরঞ্জিত সেনগুপ্ত আওয়ামী লীগের জন্য অপরিহার্য ছিলেন। তাকে আমাদের অনুসরণ করতে হবে।

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে বিএনপির ষড়যন্ত্র করছে। তারা আন্তরিকতার সঙ্গে নির্বাচনে অংশ নেয়নি বলেই নির্বাচনে মানুষ তাদের ভোট দেয়নি। এর প্রধান কারণ হচ্ছে মনোনয়ন বাণিজ্য।

বিএনপিকে অনুরোধ করে কামরুল বলেন, কোনো ষড়যন্ত্র না করে সংসদে আসুন, কথা বলুন। প্রধানমন্ত্রী তো বলেই দিয়েছেন সবাইকে কথা বলার সুযোগ দেয়া হবে। দুর্নীতিবাজদের বর্জন করে নতুন নেতৃত্ব আনুন। তাহলেই হয়তো জনগণের কাছে পৌঁছতে পারবেন। 

সাবেক খাদ্য মন্ত্রী সুরঞ্জিত সেনকে স্মরণ করে বলেন, ২০০৯ সালে নির্বাচনে জয়লাভ করে পার্লামেন্টে প্রবেশ করি, তখন তিনি আমাদের বলতেন জানার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। পার্লামেন্টের লাইব্রেরিটি অনেক সমৃদ্ধ। যত বেশি পার, পড়াশোনার চেষ্টা কর। অন্তত এক ঘণ্টা করে সময় দাও। সুরঞ্জিত একজন অভিজ্ঞ রাজনীতিক ছিলেন। তার প্রতি আমরা কৃতজ্ঞ। 

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, সারা বেগম কবরী, নায়িকা শাবনুর এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা।

নিউজওয়ান২৪/আ.রাফি

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত