ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

জাতীয় পার্টির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৭, ৩১ ডিসেম্বর ২০১৮  

 

জাতীয় পার্টির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার (১ জানুয়ারি)। ১৯৮৬ সালের ১ জানুয়ারি সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ দলটি প্রতিষ্ঠা করেন।

এরশাদের নেতৃত্বে দীর্ঘ ৯ বছর দেশ পরিচালনা করে জাতীয় পার্টি। ১৯৯০ সালে রাষ্ট্রক্ষমতা থেকে বিদায় নেয়ার পর দীর্ঘ চড়াই-উৎরাই পেরিয়ে দলটি এখন জাতীয় সংসদের প্রধান বিরোধী দল। জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ বিরোধীদলীয় নেত্রী।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 

সভায় প্রধান অতিথি থাকবেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি। জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতীর সভাপতিত্বে সভায় পার্টির শীর্ষ নেতারা অংশ নেবেন।

একাদশ জাতীয় সংসদে বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজেোটের প্রার্থীরা রেকর্ড সংখ্যক আসনে নিরঙ্কুশ জয় নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে। ২২টি আসন পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জাতীয় পার্টি। তাই জাতীয় পার্টি আবারও সংসদের প্রধান বিরোধী দল।

নিউজওয়ান২৪/এমএম

আরও পড়ুন