ঢাকা, ১৯ মার্চ, ২০২৪
সর্বশেষ:

জাতীয় আরচারিতে তিন স্বর্ণ জিতেছেন আলিফ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০০:৫৮, ৫ মার্চ ২০২১  

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বঙ্গবন্ধু জাতীয় আরচারিতে বিকেএসপির আবদুর রহমান আলিফ রিকার্ভের তিনটি ইভেন্টেই স্বর্ণপদক জিতে নিয়েছেন।

বৃহস্পতিবার কক্সবাজারে শেষ হওয়া টুর্নামেন্টে ঢাকা আর্মি আরচারি ক্লাব পাঁচটি স্বর্ণ ও দু’টি রুপা জিতে চ্যাম্পিয়ন হয়েছে। বিকেএসপি তিনটি স্বর্ণ এবং দু’টি করে রুপা ও ব্রোঞ্জ জিতে রানার্সআপ হয়েছে।

রিকার্ভ বিভাগের পুরুষ এককে আরিফ ৭-৩ সেট পয়েন্টে পুলিশের হাকিম আহমেদ রুবেলকে, নারী এককে আর্মি আরচারি ক্লাবের মেহেনাজ আক্তার মনিরা ৬-০ সেটে নাজমিন খাতুনকে, পুরুষ দলগতে বিকেএসপির আবদুর রহমান আলিফ ও প্রদীপ্ত চাকমা ৬-২ সেটে ঢাকা জেলার আফজাল হোসেন, সাগর ইসলাম ও মিশাদ প্রধানকে, নারী দলগতে ঢাকা আর্মি আরচারি ক্লাবের মেহেনাজ আক্তার মনিরা, নাসরিন আক্তার ও রাবেয়া আক্তার ৫-৪ সেটে বিকেএসপির দিয়া সিদ্দিকী, ফাহমিদা সুলতানা নিশা ও উম্যা চিং মার্মাকে এবং মিশ্র দলগত ইভেন্টে বিকেএসপির আবদুর রহমান আলিফ ও দিয়া সিদ্দিকী ৫-৪ সেটে বাংলাদেশ পুলিশ আরচারি ক্লাবের মোহাম্মদ তামিমুল ইসলাম ও বিউটি রায়কে হারিয়ে স্বর্ণপদক জেতেন।

কম্পাউন্ড বিভাগের পুরুষ এককে আনসারের ঐর্শয্য রহমান ১৪০-১৩৬ স্কোরে বিকেএসপির হিমু বাছাড়কে, নারী এককে আর্মি আরচারি ক্লাবের সুস্মিতা বণিক ১৪৩-১৪১ স্কোরে একই ক্লাবের রোকসানা আক্তারকে, পুরুষ দলগতে পুলিশ আরচারি ক্লাবের অসীম কুমার দাস, মো: আশিকুজ্জামান ও ভানরুম বম ২২৪-২১৬ স্কোরে আর্মি আরচারি ক্লাবের জাবেদ আলম, মিঠু রহমান ও সোহেল রানাকে, নারী দলগতে আর্মি আরচারি ক্লাবের রোকসানা আক্তার, সুস্মিতা বণিক ও তানিয়া রীমা ২২১-২০৬ স্কোরে পুলিশ আরচারি ক্লাবের হুমায়রা খাতুন, রিতু আক্তার ও শিউলি আক্তারকে এবং মিশ্র দলগতে আর্মি আরচারি ক্লাবের রোকসানা আক্তার ও মিঠু রহমান ১৪৯-১৪৭ স্কোরে পুলিশ আরচারি ক্লাবের অসীম কুমার দাস ও হুমায়রা খাতুনকে হারিয়ে স্বর্ণপদক জেতেন।

খেলা বিভাগের সর্বাধিক পঠিত