ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

চাচা-ভাতিজার লড়াই, হাসছেন এলাকাবাসী!

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪০, ৭ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

বিএনপির মনোনয়ন লড়াইয়ে (ঝিনাইদহ-২ আসন) নেমেছেন চাচা ও ভাতিজা। বিষয়টি নিয়ে ঝিনাইদহে চলছে জোর সমালোচনা।

দলের পরীক্ষিত ও যোগ্য নেতাকর্মী থাকতেও দল থেকে চাচা ও ভাতিজাকে মনোনয়ন দেয়ায় বিতর্কের সষ্টি হয়েছে।

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি মসিউর রহমানের ছেলে ডা. ইব্রাহিম রহমান রুমি (বাবু) এবং তার চাচাত ভাই হরিণাকুণ্ডু উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ মনোনয়নের জন্য লড়ছেন।

তবে এটা দলীয় কৌশল হলেও ঝিনাইদহের রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাধারণ ভোটাররা তাদের দুজনকে অন্য চোখে দেখছেন।

এই আসনে চারবারের নির্বাচিত সাবেক এমপি মসিউর রহমান এরইমধ্যে দুর্নীতির মামলায় দণ্ডিত হয়েছেন। তিনি ছেলে ডা. ইব্রাহিম রহমান রুমির (বাবু) জন্য দলীয় মনোনয়নের চিঠি এনেছেন। মসিউর রহমান আদা জল খেয়ে মাঠে নেমেছেন তার ছেলে ডা. ইব্রাহিম রহমান রুমির (বাবু) মনোনয়নের প্রত্যাশায়। ছেলে বাবুও নেমেছেন গণসংযোগে।

এদিকে, ডা. ইব্রাহিম রহমান বাবুকে মনোনয়ন দেয়া হবে বলে তিনি আশাবাদী।

অন্যদিকে, আব্দুল মজিদ দলীয় মনোনয়নের জন্য প্রতিযোগিতায় কোমর বেঁধে নেমেছেন। তিনি এরইমধ্যে হরিণাকুন্ডু উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন।

তাছাড়া দলের চূড়ান্ত মনোনয়ন কাকে দেয়া হবে তা নিয়ে চলছে ঝিনাইদহে নানা জল্পনা-কল্পনা।

নিউজওয়ান২৪/জেডএস

আরও পড়ুন