ঢাকা, ০২ নভেম্বর, ২০২৫
সর্বশেষ:
টানা পাঁচদিন বৃষ্টির আভাস মুসলিম বিশ্বকে ‘ন্যাটো-ধাঁচের’ নিরাপত্তা কাঠামো গঠনের প্রস্তাব তিস্তা প্রকল্প বাস্তবায়নে কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ঢাকায় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮:২৮, ৮ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন গ্রেফতার হয়েছেন। বুধবার বিকেলে ঢাকা মহানগর মূখ্য হাকিমের (সিএমএম) আদালত প্রাঙ্গন থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের একটি টিম।

বিএনপির প্রেস উইয়িংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেল পাঁচটার দিকে সিএমএম কোর্টের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় ডা. শাহাদাত হোসেনের সঙ্গে ছিলেন চট্টগ্রামের যুবদল নেতা শামসুল হক। পুলিশ তাকেও গ্রেফতার করে।

জানা যায়, গেল ৪ নভেম্বর ঢাকার মতিঝিল এলাকার একটি আবাসিক হোটেল থেকে গ্রেফতার হওয়া চার নেতাকর্মীকে তিনি দেখতে গিয়েছিলেন।

এদিকে গ্রেফতার প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) বিভাগের উপকমিশনার জামিল আহসান বলেন, এ ব্যাপারে তার কিছু জানা নেই।

প্রসঙ্গত, ডা. শাহাদাত হোসেনের বিরুদ্ধে অন্তত ৫০টি মামলা রয়েছে। গেল ২৭ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্টের চট্টগ্রামে সমাবেশের পর বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ ১০টি 'গায়েবি মামলা' দায়ের করেছে। প্রত্যেক মামলায় ডা. শাহাদাত হোসেনকে আসামি করা হয়।

নিউজওয়ান২৪/জেডএস

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত