ঢাকা, ১৫ মে, ২০২৫
সর্বশেষ:

ঘরে ফিরলেন ‘তারা’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৪৯, ২৬ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

অবশেষে ঘরে ফিরলেন ওয়ান ইলেভেন পরবর্তী বিএনপির ‘সংস্কারপন্থী’ হিসেবে পরিচিত ওরা ১১ জন।

বৃহস্পতিবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান অফিসে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাত ধরে দলে ফিরলেন সংস্কারপন্থী ওই ১১ নেতা।

তারা হলেন সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির, জহির উদ্দিন স্বপন, সাবেক হুইপ আবু ইউসুফ মো. খলিলুর রহমান, সরদার সাখাওয়াত হোসেন বকুল, আবু হেনা, জিএম সিরাজ, নজির হোসেন, ডা. জিয়াউল হক মোল্লা, আতাউর রহমান আঙ্গুর, ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ও শহিদুল আলম তালুকদার।

জানা গেছে, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ইচ্ছা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সবুজ সংকেতের পরই তাদের দলে ফিরিয়ে নেয়া হয়েছে।

সংস্কারপন্থীদের মধ্যে যারা অতীতের কর্মকাণ্ডের জন্য ভুল স্বীকার করে বিএনপি চেয়ারপারসনের কাছে আবেদন করেছেন, শুধু তাদেরই দলে ফেরানো হয়েছে। পর্যায়ক্রমে অন্যদেরও দলের মূল স্রোতে ফিরিয়ে নেয়া হবে বলেও জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির নিউজওয়ান২৪-কে বলেন, শুনেছি কয়েকজন নেতা গুলশান অফিসে এসেছেন। তবে কারা এসেছেন, কিজন্য এসেছেন এ সম্পর্কে বিস্তারিত কিছু জানি না।

নিউজওয়ান২৪/জেডএস

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত