ঢাকা, ০৪ নভেম্বর, ২০২৫
সর্বশেষ:
টানা পাঁচদিন বৃষ্টির আভাস মুসলিম বিশ্বকে ‘ন্যাটো-ধাঁচের’ নিরাপত্তা কাঠামো গঠনের প্রস্তাব তিস্তা প্রকল্প বাস্তবায়নে কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন

খালেদার জামিন কেন বাতিল নয়, জানতে চেয়ে নোটিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৪, ৩০ সেপ্টেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন কেন বাতিল হবে না জানতে চেয়ে তার আইনজীবীদের কারণ দর্শনোর নোটিশ দিয়েছেন আদালত।

রোববার পুরাতন কেন্দ্রীয় কারাগারে ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামন খালেদা জিয়ার আইনজীবীদের এ বিষয়ে কারণ দর্শানোর নিদের্শ দিয়েছেন। আগামী ৭ অক্টোবরের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এ মামলার অপর আসামি মনিরুল ইসলামের স্থায়ী জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নিদের্শ দিয়েছেন আদালত। সেই সঙ্গে খালেদা জিয়ার জামিন বৃদ্ধির আবেদনও নামঞ্জুর করা হয়েছে। এছাড়া আসামি জিয়াউর হক মুন্না ও মনিরুল ইসলাম খান আদালতের প্রতি অনাস্থা দেখিয়ে যে আবেদন করেছেন তা নামঞ্জুর করেছেন আদালত।

তবে এ মামলার রায় ঘোষণার জন্য তারিখ নির্ধারণ চেয়ে দুদকের আইনজীবীর আবেদনের বিষয়ে আদেশের জন্য আগামী ৭ অক্টোবর দিন ধার্য করা হয়েছে। আর উচ্চ আদালতে রিভিশন দায়েরের কথা বলে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার কার্যক্রম মূলতবি করতে খালেদা জিয়ার আইনজীবীদের আবেদন মঞ্জুর করে আগামী ৭ অক্টোবর পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করে দিয়েছেন আদালত।

শুনানিতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার এবং আইনজীবী আমিনুল ইসলাম।

নিউজওয়ান২৪/এমএস

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত