ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

খালেদা-লোকমানের যে ছবি ভাইরাল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮:৩৯, ২ অক্টোবর ২০১৯  

ফেসবুক থেকে সংগৃহীত

ফেসবুক থেকে সংগৃহীত

সম্প্রতি ক্যাসিনোবিরোধী অভিযানে র‌্যাবের হাতে গ্রেফতার হন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া। 

তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। এখন সে মামলায় রিমান্ডে রয়েছেন।

আটকের পর থেকেই মানুষের মুখে মুখে লোকমানের নাম। ধীরে ধীরে তার বিভিন্ন কর্মকাণ্ডের রহস্য বের হতে শুরু করেছে।

অবৈধ ক্যাসিনো থেকে কোটি কোটি টাকা কামিয়ে আঙুল ফুলে কলা গাছ হয়েছেন ক্রিকেট বোর্ডের এই পরিচালক। আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদে লোকমান হোসেন ভূঁইয়া স্বীকার করেছেন, ক্যাসিনো থেকে আয় করার বিষয়ে। আরো জানিয়েছেন, ৪১ কোটি টাকা তিনি রেখেছেন অস্ট্রেলিয়ার দুটি ব্যাংকে। এবং স্বীকার করেছেন, প্রায় দু’বছরের মতো মোহামেডানে ক্যাসিনো পরিচালনা করছেন।

২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার রুমে টাঙানো বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলা এবং প্রকাশ্যে সেই ছবিটি ভাঙচুর করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। অথচ বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলেই বিসিবির পরিচালক হয়েছেন লোকমান।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, একটি সমাবেশে বিএনপি নেত্রী খালেদা জিয়ার মাথার ওপর ছাতা ধরে আছেন লোকমান।

সাদিদ জাহান সৈকত নামের একজন এই ছবি পোস্ট করে লিখেছেন, ‘স্বজন তোষণ নিপাত যাক...ভাই,বন্ধু আত্মীয় স্বজন-যোগ্যতার মাপকাঠি হলে যা হয়!’ পাশেই তিনি আরেকটি ছবি পোস্ট করেছেন। এতে দেখা যাচ্ছে, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের পাশে বসা লোকমান।

নিউজওয়ান২৪.কম/এমজেড

আরও পড়ুন