ক্ষমতায় যাওয়াই আমাদের লক্ষ্য: এরশাদ
নিউজ ডেস্ক

রংপুরের সেনপাড়া বাসভবন স্কাইভি’য়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, জাতীয় পার্টি এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। ক্ষমতায় যাওয়াই আমাদের লক্ষ্য। সোমবার দুপুরে দুই দিনের সফরে রংপুর পৌঁছে নগরীর সেনপাড়া বাসভবন স্কাইভি’য়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এসব কথা জানান।
জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে এরশাদ বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে। এরইমধ্যে প্রার্থী তালিকাও চূড়ান্ত করা হয়েছে। এছাড়া ২০ অক্টোবর মহাসমাবেশের পর ৩শ আসনে দলের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।
নির্বাচন এলেই এরশাদ-রওশন এরশাদ দ্বন্দ কেন বেড়ে যায়, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এরশাদ বলেন, আমাদের মধ্যে কোনো দ্বন্দ নেই। আমার স্ত্রী(রওশন) ও ছোট ভাইয়ের (জিএম কাদের) সঙ্গে কোনো দ্বন্দ্ব-বিভেদ নেই। আমরা সবাই এক। আমরা একসঙ্গে নির্বাচন করবো। এতে কোনো ব্যক্তিকরণ নেই, আছে দলীয়করণ, নেই কোনো বিভেদ।
তিনি বলেন, রংপুর অঞ্চল জাতীয় পার্টির দুর্গ। লাঙ্গলের দুর্গ ভাঙার সাধ্য কারো নেই।
জাতীয় ঐক্য প্রক্রিয়া সম্পর্কে এরশাদ বলেন, জাতীয় ঐক্যে আমি নেই। তাই কোনো মন্তব্যও নেই। সাংবিধানিক দায়বদ্ধতা থেকে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এতে আশঙ্কার কিছু নেই।
এ সময় এরশাদের সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর অবসরপ্রাপ্ত খালেদ আখতার, রংপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ফখরুজ্জামান জাহাঙ্গীর, মহানগরের সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা জাপার যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, খতিবার রহমান, সহ-সভাপতি অ্যাডভোকেট মোকাম্মেল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুন্সি আব্দুল বারী, শামীম সিদ্দিকী ও প্রচার সম্পাদক মমিনুল ইসলাম রিপন প্রমুখ।
নিউজওয়ান২৪/এএস
- কেন ‘উল্টে’ গেলেন এরশাদ
- বিএনপিতে যে পদ পাচ্ছেন তারেক স্ত্রী জোবাইদা
- এরশাদের এ কেমন অসুখ?
- এরশাদের ‘তেলেসমাতি খেইল’
- আসন ভাগাভাগি নিয়ে বিরোধ, বেকায়দায় ঐক্যফ্রন্ট
- বিএনপির মনোনয়ন চিঠি
একই আসনে স্বামী-স্ত্রী! - হঠাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহি
- কে হবেন প্রধানমন্ত্রী?
- ফের সক্রিয় হচ্ছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা?
- ড. কামালের ‘ডাইরেক্ট’ হুমকি
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ড. কামাল
- এরশাদের মেয়ে মৌসুমীর বিরুদ্ধে মামলা
- স্বামী তন্ময়ের সঙ্গে মাঠে স্ত্রী, ভোট চাইলেন নৌকায়! ভিডিও
- যেসব তথ্য গোপন করলেন এরশাদ
- ভিডিও কলে স্ত্রীর সঙ্গে মিলন, কী কথা হয় তাদের? (ভিডিও)