ক্যারিয়ারে অনৈতিক সিদ্ধান্ত নেইনি: ক্ষুব্ধ ম্যাশ ফিরে গেলেন বাসায়
স্পোর্টস রিপোর্টার

মাশরাফি -ফাইল ফটো
ঢাকা: আমি টিম হোটেল ছেড়ে বাসায় চলে এসেছি। আজকের ম্যাচে খেলবো কী খেলবো না- এখন বলতে পারছি না। তবে এ অবস্থায় কী করে খেলি বলুন?- এই অভিমান আর ক্ষোভ মেশানো বক্তব্য কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফির। সোমবার একটি মিডিয়াকে তিনি একথা বলেন।
চলতি বিপিএলে টানা তিন ম্যাচে জয়ের মুখ দেখেনি বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই জন্য দলের মালিক কর্তৃপক্ষ নাকি ‘যত দোষ নন্দ ঘোষ’ বানাতে চাইছেন ক্যাপ্টেন মাশরাফিকে।
জানা গেছে, টানা হার থেকে পরিত্রাণে দলের একাদশ নির্বাচনে তারা অনেকটাই দিশাহারা। ফ্র্যাঞ্চাইজি আর অধিনায়ক মাশরাফির দ্বন্দ্ব পৌঁছেছে চরমে। দল নির্বাচনে ফ্র্যাঞ্চাইজির ‘অন্যায্য হস্তক্ষেপে’র কারণে রাগে-ক্ষোভে দুপুর ১টায় হোটেল ছেড়ে বাসায় ফিরে যান অধিনায়ক।
এ বিষয়ে ক্ষুব্ধ কণ্ঠে মাশরাফি বলেন, আমাকে বলা হয়েছে- ফ্র্যাঞ্চাইজি যে টিম দেবে, তা নিয়েই খেলতে হবে। আর তাদের দেওয়া দলে নেই সোহেল তানভীরের মতো পারফরমার। চলতি আসরে এখন পর্যন্ত সফল খেলোয়াড় সে। তাকে ছাড়া দল সাজানোর প্রশ্নই ওঠে না। চাপিয়ে দেওয়া দল নিয়ে আমি মাঠে নামতে পারবো না।
ভিক্টোরিয়ান্স মালিকপক্ষের সিদ্ধান্তে ক্ষুব্ধ অধিনায়ক মাশরাফি আরও বলেন আরও বলেন, আমার ক্যারিয়ারে কখনো কোনো অনৈতিক সিদ্ধান্ত নেইনি। দল নিয়ে মালিকদের এমন চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তাই হোটেল ছেড়ে চলে এসেছি।
এ প্রসঙ্গে ফ্রাঞ্চাইজি পক্ষের কারও বক্তব্য জানা যায়নি।
আজ (সোমাবার) সন্ধ্যা ৭টায় সাকিবের ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে মাঠে নামবে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স। গতকাল (রোববার) সর্বশেষ ম্যাচে খুলনা টাইটান্সের কাছে ১৩ রানে হারে কুমিল্লা। ওই ম্যাচে ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন মাশরাফি।
নিউজওয়ান২৪.কম/এসএমএম
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল