ঢাকা, ০৯ জুলাই, ২০২৫
সর্বশেষ:

কুমিল্লা ভিক্টোরিয়ান্সে মাশরাফি কি একা, নিঃসঙ্গ শেরপা!

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:০৬, ১৫ নভেম্বর ২০১৬   আপডেট: ১৪:১৬, ১৬ নভেম্বর ২০১৬

ঢাকা: নামে ভিক্টোরিয়ান্স শব্দটি থাকলেও কাঙ্ক্ষিত ভিক্টরি অর্থাৎ জয়ের মেরু যেন অধরাই থেকে যাচ্ছে তাদের কাছে। কী কারণে যে জানে, বিপিএলের গত আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স যেন অজানা কোনো জাদুতে একের পর এক ডায়নামাইটস, রয়েলস আর টাইটান টাইপের দলগুলোকে হটিয়ে চ্যাম্পিয়ন বনে গিয়েছিল। এর মূল কারিগর ছিলেন বাংলাদশে জাতীয় দলের ওয়ানডে ক্যাপ্টেন মাশরাফি।

ক্যাপ্টেন ম্যাশের সেই কুমিল্লাই এবারের বিপিএলে এসে যেন হালে পানিই পাচ্ছে না। ঢাকা পর্বের চার চারটি ম্যাচে জয়ের দেখা নাই। আগেরদিন রবিবার খুলনা টাইটান্সের কাছে ১৩ রানে হারে কুমিল্লা- সেই ম্যাচে মাশরাফি নিয়েছিলেন ৩ উইকেট, ২৬ রান খরচায়। মনে রাখতে হবে এটা টি-টুয়েন্টি টুর্নামেন্ট। কিন্তু অনেক ক্ষেত্রেই মনে হচ্ছে ম্যাশ যেন একাই লড়ছেন।

আরও পড়ুন ক্যারিয়ারে অনৈতিক সিদ্ধান্ত নেইনি: ক্ষুব্ধ ম্যাশ ফিরে গেলেন বাসায়

সোমবারও নিঃসঙ্গ এক লড়াইয়ে যেন মাশরাফি একাই প্রতিরোধ করে গেলেন সাকিবের ঢাকার। মূল বোলার পরিচয় ছাপিয়ে হয়ে ওঠেন যেন মারকুটে ব্যাটসম্যান। দলের পক্ষে খেলেন সর্বোচ্চ ৪৭ রানের ইনিংস। ৩৫ বলের এই ঝকঝকে ইনিংসে মাশরাফি ছক্কা মেরেই তোলেন ৩০ রান। পাঁচ ছক্কার মধ্যে সাকিবের এক ওভারেই মারলেন চারটি।

কিন্তু তারপরও ঢাকা ডায়নামাইটসের কাছে হারতে হল ৩৩ রানে। আর কী করার ছিল তার! তবে ব্যাটিংয়ে অধিক মনোযোগের কারণেই হয়তো বোলিংটা আজ কিছুই দিল না তাকে। ৩ ওভার বল করে দিলেন ৩১ রান, পেলেন না একটি উইকেটও। তবে কুমিল্লার অন্য বোলাররাও তেমন কিছু করতে পারেননি, শুধুমাত্র আফগান স্পিনার রশিদ খান তিন উইকেট শিকার করেন ২৮ রানে।

ঢাকা মেহেদী মারুফের ৬০, নাসির হোসেনের ৪৩, সাকিবের ২৪ রানের সুবাদে ৫ উইকেটে ১৯৪ রানের বড় সংগ্রহ গড়ে তোলে যা এবারের বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ। জবাবে মাশরাফি ঝড়ে ভর করেও কুমিল্লা ৯ উইকেটে ১৬১ এর বেশি তুলতে পারলো না।

এর আগে দুপুরে একাদশ সাজাতে গিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে মতানৈক্য চরমে পৌঁছে। একপর্যায়ে টিম হোটেল ছেড়ে বাসায় ফিরে চলেন ক্ষুব্দ মাশরাফি। ফ্রাঞ্চাইজিদের চাপিয়ে দেওয়া অন্যায় সিদ্ধান্ত মানতে পারছিলেন না। বিষয়টি কমবেশি মিডিয়ায় তোলাপাড় তোলে। পরে অবশ্য দলের কর্তারা তাকে মানিয়ে মাঠে নিয়ে যান।

মাঠে স্বরূপেই ফেরেন ম্যাশ। কিন্তু কী যেন কী হয়েছে- আজও সেই হার নিয়েই মাঠ ছাড়তে হলো! এমন অবস্থায় প্রশ্ন উঠতেই পারে- কুমিল্লা ভিক্টোরিয়ান্সে মাশরাফি কি একা, নিঃসঙ্গ শেরপা?

দেখা যাক, বিপিএলের চট্টগ্রাম পর্বে হয়তো এ প্রশ্নকে অবান্তর প্রমাণ করতে পারেন তার টিম মেটরা।

নিউজওয়ান২৪.কম/আরকে

খেলা বিভাগের সর্বাধিক পঠিত