কাদের সিদ্দিকীর সংবাদ সম্মেলন দুপুরে
নিজস্ব প্রতিবেদক

ফাইল ছবি
কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিতসভা শেষে দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেয়ার বিষয়ে দলের অবস্থান জানাবেন দলটির সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মতিঝিলে দলের কার্যালয়ে বর্ধিতসভা শুরু হবে। এরপর দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলন করবেন কাদের সিদ্দিকী।
কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-মহাসচিব প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী বলেন, আজ দুপুরে দলের বর্ধিতসভা শুরু হবে। সভা শেষে দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলনে দলের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী তার দলের ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন। এ সংবাদ সম্মেলন থেকেই জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেয়ার বিষয়ে তিনি তার অবস্থান পরিষ্কার করবেন।
গত ৩ নভেম্বর সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জেলহত্যা দিবসের আলোচনাসভার আয়োজন করে কৃষক শ্রমিক জনতা লীগ। ওই সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন।
সেদিন সভাপতির বক্তব্যে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছিলেন, ঐক্যফ্রন্টে যোগ দেয়ার ব্যাপারে একদিন সময় চাচ্ছি। সোমবার আমি আমার অবস্থান পরিষ্কার করবো। ওই দিন রাতেই বিএনপির কয়েকজন নেতা কাদের সিদ্দিকীর বাসায় গিয়ে বৈঠক করেন।
ধারণা করা হচ্ছে দুপুরের সংবাদ সম্মেলন থেকে কাদের সিদ্দিকী জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেওয়ার ঘোষণা দিতে পারেন।
নিউজওয়ান২৪/এমএম
- কেন ‘উল্টে’ গেলেন এরশাদ
- বিএনপিতে যে পদ পাচ্ছেন তারেক স্ত্রী জোবাইদা
- এরশাদের এ কেমন অসুখ?
- এরশাদের ‘তেলেসমাতি খেইল’
- আসন ভাগাভাগি নিয়ে বিরোধ, বেকায়দায় ঐক্যফ্রন্ট
- হঠাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহি
- বিএনপির মনোনয়ন চিঠি
একই আসনে স্বামী-স্ত্রী! - কে হবেন প্রধানমন্ত্রী?
- ফের সক্রিয় হচ্ছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা?
- ড. কামালের ‘ডাইরেক্ট’ হুমকি
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ড. কামাল
- এরশাদের মেয়ে মৌসুমীর বিরুদ্ধে মামলা
- যেসব তথ্য গোপন করলেন এরশাদ
- ভিডিও কলে স্ত্রীর সঙ্গে মিলন, কী কথা হয় তাদের? (ভিডিও)
- স্বামী তন্ময়ের সঙ্গে মাঠে স্ত্রী, ভোট চাইলেন নৌকায়! ভিডিও