ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

কবে দেশে ফিরবেন এরশাদ?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৯, ১১ ডিসেম্বর ২০১৮  


উন্নত চিকিৎসার জন্য সোমবার রাতে সিঙ্গাপুর গেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) এরশাদের অনুপস্থিতিতে তার পক্ষে ঢাকা-১৭ আসনে নির্বাচনী প্রচারণা চালানোর সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতীকে সাংবাদিকরা প্রশ্ন করেন এরশাদ কেমন আছেন এবং নির্বাচনের আগে দেশে ফিরবেন কিনা।

জবাবে চিশতী বলেছেন, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মোটামুটি সুস্থ আছেন। হয়তো আগামীকাল থেকে সিঙ্গাপুরে ওনার চিকিৎসা শুরু হবে। আমরা আশা করছি সংসদ নির্বাচনের আগে আগামী কয়েকদিনের মধ্যেই তিনি সুস্থ হয়ে দেশে ফিরবেন।

এরশাদের সাথে সরাসরি যোগাযোগে কোনো সমস্যা হচ্ছে কিনা জানতে চাইলে চিশতি বলেন, দেশের বাইরে থাকলেও সিঙ্গাপুরেই আছেন। আজকেও যোগাযোগ হয়েছে। মোটামুটি সুস্থ আছেন। আমাদের যোগাযোগের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না। 

এ সময় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ফারুক শেঠ, গুলশান থানা সভাপতি মো. আজিজ, সাধারণ সম্পাদক মো. সাত্তারসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

নিউজওয়ান২৪/এমএম

আরও পড়ুন