ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৫
সর্বশেষ:
টানা পাঁচদিন বৃষ্টির আভাস মুসলিম বিশ্বকে ‘ন্যাটো-ধাঁচের’ নিরাপত্তা কাঠামো গঠনের প্রস্তাব তিস্তা প্রকল্প বাস্তবায়নে কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন

এরশাদ আউট, অবর্তমানে কাদের ইন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৫, ২ জানুয়ারি ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

এরশাদের অবর্তমানে জাতীয় পার্টির কো চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে ( জি এম কাদের) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

মঙ্গলবার (১ জানুয়ারি) সন্ধ্যায় চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ স্বাক্ষরিত এক সাংগঠিক আদেশে জানানো হয়, পার্টির চেয়ারম্যানের অবর্তমানে পার্টির কো-চেয়ারম্যার গোলাম মোহাম্মদ কাদের দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এরশাদ আশা করেন পার্টির জাতীয় কাউন্সিলে তার মতোই জি এম কাদেরকে চেয়ারম্যান নির্বাচিত করে পার্টির সার্বিক দায়িত্ব অর্পণ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পার্টির চেয়ারম্যান হিসেবে আমি যতদিন দায়িত্ব পালন করব- গোলাম মোহাম্মদ কাদের আমাকে সহযোগিতা করবেন।

নিউজওয়ান২৪/আরএডব্লিউ

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত